Apple এর মেগা ইভেন্ট আজ, iPhone 15 সহ আর কোন প্রোডাক্ট হবে লঞ্চ, এখানে দেখুন লাইভ

Updated on 12-Sep-2023
HIGHLIGHTS

অ্যাপল ইভেন্ট আজ ভারতীয় সময় অনুযায়ী রাত 10.30 টায় শুরু হবে। এই বছরের ইভেন্টের থিম Wanderlust রাখা হয়েছে

iPhone 15 Series এর সাথে কোম্পানি Apple Watch এবং Watch Ultra মডেল লঞ্চ করবে

iPhone 15 series এর আওতায় iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro max মডেল চালু করা যেতে পারে

Apple Wanderlust ইভেন্ট আজ 12 সেপ্টেম্বর হতে চলেছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে Apple ইউজাররা। এই ইভেন্টে iPhone 15 Series সহ Apple Tablet, laptop এবং Watch লঞ্চ হতে পারে। লিক অনুযায়ী, এই বছর Apple Event বিশেষ হতে চলেছে, কারণ iPhone 15 সিরিজে আগের মডেলের তুলনায় কোম্পানি অনেক আপগ্রেড আনতে চলেছে।

Apple তার ইভেন্টের বিষয়ে আগেই ঘোষনা করে দিয়েছিল। তবে এটা নিশ্চিত নয় যে কোম্পানি এই ইভেন্টে কী কী প্রোডাক্ট লঞ্চ করবে। কিছু রিপোর্ট থেকে ইঙ্গিত পাওায় গিয়েছে যে iPhone 15 Series এর সাথে কোম্পানি Apple Watch এবং Watch Ultra মডেল লঞ্চ করবে। পাশাপাশি, কোম্পানি তার আপকামিং অপারেটিং সিস্টাম আপডেটের ঘোষনাও করতে পারে বলে অনুমান করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক Upcoming Apple Event 2023 এর কিছু ডিটলে…

আরও পড়ুন: Upcoming iPhone 15 Series: লঞ্চের আগেই জানুন নতুন আইফোন সিরিজের দাম, কেমন হবে ক্যামেরা, ডিজাইন

কখন শুরু হবে Apple Event 2023

অ্যাপল ইভেন্ট আজ ভারতীয় সময় অনুযায়ী রাত 10.30 টায় শুরু হবে। এই বছরের ইভেন্টের থিম Wanderlust রাখা হয়েছে। এই থিমের কারণে অনুমান করা হচ্ছে যে Upcoming Apple iPhone 15 series-এ কিছু বড় আপগ্রেড দেখা যেতে পারে।

https://twitter.com/Apple/status/1697309540830642315?ref_src=twsrc%5Etfw

কোথায় দেখা যাবে Apple Live event 2023

ইউজাররা Apple Event 2023 ইভেন্টের লাইভ স্ট্রিমিং Apple TV App বা apple.com সাইটে দেখা যেতে পারে। এছাড়া কোম্পানির অফিসিয়াল YouTube চ্যানেলে দেখতে পারবেন ইউজাররা।

কোন কোন ডিভাইস Apple Event 2023 তে লঞ্চ হবে

এই ইভেন্টে কোম্পানি আইফোন 15 সিরিজের সহ iOS 17, WatchOS 10,  tvOS 17 লঞ্চ করতে পারে। iPhone 15 series এর আওতায় iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro max মডেল চালু করা যেতে পারে।

আরও পড়ুন: Redmi 12 কে টেক্কা দেবে Made in India Lava Blaze 2 Pro, 8GB RAM এবং 50MP ক্যামেরা সহ আর কী রয়েছে এই সস্তার ফোনে?

কত দামে আসবে iPhone 15 Series মডেল

আইফোন 15 প্রো ফোনের দাম 999 ডলার থেকে শুরু হতে পারে। iPhone 15 Plus ফোনটি 1099 ডলার সহ আসতে পারে। এছাড়া কোম্পানি iPhone 15 Pro মডেলটি প্রিমিয়াম রেঞ্জ প্রাইস 1199 ডলার সহ আসবে। খবর অনুযায়ী, Apple এবার iPhone 15 Pro Max এর বদলে iPhone 15 Pro Ultra হিসেবে আনতে পারে, যার দাম 1299 ডলার হতে পারে।

বলে দি যে সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে এবার iPhone Pro মডেল আগের iPhone 14 Series এর তুলনায় বেশি দামি হতে পারে। রিপোর্টে iPhone 15 এবং iPhone 15 Plus এর দাম আইফোন 14 এর সমান হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Apple iPhone 15 Lunch event: আগামী মাসেই লঞ্চ হবে নতুন আইফোন 15 সিরিজ, 10টি পয়েন্ট জানুন কী নতুন চমক থাকবে ইভেন্টে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :