কি হয় ই-ওয়ালেট এবং কিভাবে এটার ব্যবহার করার যায়?

Updated on 09-Nov-2016
HIGHLIGHTS

আজ আমরা সব রকমের পেমেন্ট করার জন্য ই-ওয়ালেট অর্থাত অনলাইন পেমেন্ট এর ব্যবহার করি, যা কোনো ঝামেলা ছাড়াই কয়েক সেকেন্ড এর মধ্যে পেমেন্ট হয়ে যায়ে. এছাড়া আমরা অনলাইন শপিং করার সময় ও ই-পেমেন্ট এর অপশন সিলেক্ট করি যা আপনার অকোউন্ট থেকে ডাইরেক্ট পেমেন্ট করে দেয়. আসুন আমার কিছু এমন কয়েকটি ই-ওয়ালেট এর বিষয় বলি যার দ্বারা আপনি সহজে আপনি পেমেন্ট করতে পারেন. এখানে কয়েকটি নাম দেওয়া হয়েছে.. Paytm, Freecharge, Oxigen, Mobikwik, PayU Money, Citrus এবং Ola Money যার দ্বারা আপনি কথাও বসে অনলাইন পেমেন্ট করতে পারেন. আবার আসুন জানি কি হয় ই-ওয়ালেট এবং কিভাবে এইটা কাজ করে?

বাজারে যেমন-যেমন প্রযুক্তি উন্নতি করছে, তেমন-তেমন আমরা পরিবর্তন দেখতে পারছি. আজ থেকে 20 বছর আগের কথা বলি তো সম্ভবত আমরা যথেষ্ট সক্ষম ছিলাম না যে আমরা নিজের মোবাইলের দ্বারা আমাদের ব্যাংক বিবরণ জানতে পারতাম এবং অনলাইন পেমেন্ট এবং ই-ওয়ালেট এর বিষয় ট জানতাম ই না. কিন্তু আজ প্রযুক্তি এতটা উন্নতি করে যে আমরা ঘরে বসে ই-ওয়ালেট দ্বারা পেমেন্ট করে নিশ্চিন্তে থাকতে পারি.

আজ আমরা সব রকমের পেমেন্ট করার জন্য ই-ওয়ালেট অর্থাত অনলাইন পেমেন্ট এর ব্যবহার করি, যা কোনো ঝামেলা ছাড়াই কয়েক সেকেন্ড এর মধ্যে পেমেন্ট হয়ে যায়ে. এছাড়া আমরা অনলাইন শপিং করার সময় ও ই-পেমেন্ট এর অপশন সিলেক্ট করি যা আপনার অকোউন্ট থেকে ডাইরেক্ট পেমেন্ট করে দেয়. আসুন আমার কিছু এমন কয়েকটি ই-ওয়ালেট এর বিষয় বলি যার দ্বারা আপনি সহজে আপনি পেমেন্ট করতে পারেন. এখানে কয়েকটি নাম দেওয়া হয়েছে.. Paytm, Freecharge, Oxigen, Mobikwik, PayU Money, Citrus এবং Ola Money যার দ্বারা আপনি কথাও বসে অনলাইন পেমেন্ট করতে পারেন. আবার আসুন জানি কি হয় ই-ওয়ালেট এবং কিভাবে এইটা কাজ করে?

আরও দেখুন : বাজারে নতুন চমক নিয়ে হাজির হল রিলায়েন্স LYF F8 ফোন, দাম Rs. 4,199

ই-ওয়ালেট কি?

ই-ওয়ালেট একটি এমন ফিচার যার মাধ্যমে আপনি আপনার ক্রেডিট এবং ডেবিট কার্ডের এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন. তার জন্য আপনাকে একটি কোনো ই-ওয়ালেট স্টোরে নিজের অকোউন্ট বানাতে হবে যার মাধ্যমে আপনি বাড়িতে বসে সহজে পেমেন্ট করতে পারেন.

কিভাবে কাজ করে ই-ওয়ালেট ?

ই-ওয়ালেটের মাধ্যমে আপনি নিজের ডেবিট ক্রেডিট কার্ড এর মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারেন. তার জন্য আপনাকে কোনো ই-ওয়ালেট সাইট আপনার অকোউন্ট বানাতে হবে এবং সেই অকোউন্টে আপনার কার্ড ডিটেলস দিয়ে আপনি সহজে পেমেন্ট করতে পারেন. অকোউন্ট বানানোর জন্য কোনো কাগজ-পত্রে দরকার পরবে না শুধু আপনার ব্যাঙ্ক ডিটেলস দরকার লাগবে. আপনি এই ই-ওয়ালেট সাইট কে গুগল প্লে স্টোরে থেকে ডাউনলোড করতে পারেন.

কেমন করে ই-ওয়ালেটে অকোউন্ট তৈরী করবেন?

আপনি কোনো ই-ওয়ালেটে সাইটে গিয়ে আপনার অকোউন্ট ক্রিয়াট করুন তার পর ওখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস বা ক্রেডিট কার্ড নম্বর বা ডেবিট কার্ড নম্বর জিগেশ করবে যেখানে আপনাকে আপনার ডিটেলস গুলি ভরে আপনি নিজের ডিটেলস কে সেভ করতে পারেন. তার পর আপনার নাম ও আপনার আরো কিছু ডিটেলস চাইবে. যেই গুলি কে পুরোপুরি ভরে আপনার অকোউন্ট তৈরী হয়ে যাবে.

আরও দেখুন : হোয়াটস অ্যাপ নিয়ে আসল অ্যান্ড্রয়েড ফোনে আরেকটি নতুন ফিচার

আরও দেখুন : লেনোভো ফ্যাব 2 প্লাস স্মার্টফোন ভারতে হল লঞ্চ, দাম Rs. 14,999 টাকা

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :