আপনার স্মার্টফোন থেকে ডেটা ব্যালান্স খুব শীঘ্রই শেষ হয়ে যায়? বাঁচাবেন কী ভাবে?

আপনার স্মার্টফোন থেকে ডেটা ব্যালান্স খুব শীঘ্রই শেষ হয়ে যায়? বাঁচাবেন কী ভাবে?
HIGHLIGHTS

আজকল স্মার্টফোনে ইন্টারনেট খুব দরকারি জিনিস হয়ে উঠেছে। আপনার কাছে দামি স্মার্টফোন রয়েছে কিন্তু ওতে যদি ইন্টারনেট প্যাক না থাকে টেল সেই ফোন কোনো কাজের নয়। ওর সাথে টেলিকম কোম্পনিরা যে হাড়ে ইন্টারনেট প্যাক এর দাম বাড়াতে চলেছে ওতে পুরো ম্যাশ ডাটা প্যাক চালানো খুব মুশকিল।

আপনার স্মার্টফোনের  কী আগের থেকে ডেটা খরচ বেড়ে গেছে? মানে আগে যতটা ডেটায় যতদিন চলত, আজকাল কী তার চেয়ে কমদিন চলে? -এইরকমই প্রশ্ন ছিল সমীক্ষার। আর তার থেকে জানা যাচ্ছে যে, ভারতে স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় ৫০% ডেটা খরচ বেড়ে গেছে।

আরও দেখুন : লাভা A68 স্মার্টফোন লঞ্চ, অ্যান্ড্রয়েড মার্সমেলো দিয়ে সজ্জিত, মূল্য Rs. 4,599

কিন্তু ভাবে হচ্ছে এতো জলদি ডেটা খরচ?
এই খরচ বাড়ার মূল কারণ ভিডিও। ভিডিও বিজ্ঞাপনের কারণেই এটা হচ্ছে। কী ভাবছেন? নিশ্চই ভাবছেন আপনিতো খুব একটা ভিডিও বা ভিডিও বিজ্ঞাপন দেখেন না ফোন থেকে‌! তাই তো? আসল ব্যাপার হল আপনি টাচ বা ক্লিক না করলেও অনেক সময়ই চলতে শুরু করে দেয় এই সব 'ভিডিও অ্যাডভার্ট'গুলো। এর পাশাপাশি আছে আবার 'হিডেন ডেটা চার্জ'এর মতো অনৈতিক বিষয়ও।

সমীক্ষক সংস্থা Nygate-এর মতে, 'অ্যাড ব্লকিং অ্যাপস' বা 'অ্যাড ব্লকিং সফ্টওয়ার' এর মাধ্যমেই এই সমস্যার হাত থেকে মুক্তি মিলতে পারে। কিন্তু সবকিছুর উপরে গ্রাহকের সচেতনতাই আসল সমাধান হতে পারে বলে জানিয়েছে ওই সংস্থা।
প্রসঙ্গত, TRAI এই ব্যাপারে কার্যকারী পদক্ষেপ নিতে চলেছে এবং সার্ভিস প্রোভাইডার সংস্থাগুলির সঙ্গেও এই নিযে কথা বলেছে।

আরও দেখুন : হনর নোট 8 স্মার্টফোন 6.6 ইঞ্চি QHD ডিসপ্লে সঙ্গে লঞ্চ

আরও দেখুন : স্যামসাং গ্যালাক্সি নোট 7 লঞ্চ, 5.7 ইঞ্চি কাবার্ড ডিসপ্লে, আইরিস স্ক্যানার দিয়ে সজ্জিত করা

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo