ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ জমজমাট! OTT প্ল্যাটফর্মে আসছে Cirkus, Lost সহ বহু সিরিজ
ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে একগুচ্ছ নতুন ছবি, সিরিজ মুক্তি পাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে
Netflix -এ আসছে রণবীর সিংয়ের সার্কাস
Disney Plus Hotstar-এ আসছে The Night Manager
প্রেমের সপ্তাহ চলছে। চারদিকে এখন কেবলই প্রেমের ছোঁয়া। আপনিও মেতে উঠুন এই প্রেমের আবহে নতুন সিনেমা, ওয়েব সিরিজের সঙ্গে। একাধিক নতুন নতুন কনটেন্ট বিভিন্ন ওয়েব সিরিজে মুক্তি পেতে চলেছে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। এর মধ্যে আছে Ranveer Singh -এর সার্কাস ছবিটি। এটি Netflix এ আসছে। অন্যদিকে Disney Plus Hotstar-এ আসছে The Night Manager। Netflix, Amazon Prime Video, Disney Plus Hotstar-এ দেখুন কোথায় কোন সিরিজ বা ছবি মুক্তি পাচ্ছে।
ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে কোথায় কোন ছবি বা সিরিজ মুক্তি পাচ্ছে?
1. The Reluctant Traveler
এটি 24 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। Apple Tv Plus -এ দেখা যাবে এটি। এখানে একজন ভ্রমণ পিপাসু মানুষের কথা দেখা যাবে। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ যেমন আমেরিকা, সাউথ আফ্রিকা, জাপান, ইত্যাদি দেশ ঘুরে বেড়ান।
2. The Night Manager
Anil Kapoor, Aditya Roy Kapoor অভিনীত এই সিরিজটি Disney Plus Hotstar-এ দেখা যাবে। এটি 17 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। 6টি পর্ব রয়েছে এখানে।
3.The Romantics
এটি 14 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। এটি একটি ডকুমেন্টারি সিরিজ যেখানে যশ চোপড়ার জীবনী দেখানো হয়েছে। তাঁর স্মৃতিতে নানা জিনিস, তারকাদের ইন্টারভিউ এখানে দেখানো হয়েছে। গভীর ভাবে তাঁর জীবনের নানা দিক তুলে আনা হয়েছে এখানে। Netflix-এ দেখা যাবে এটি।
4. Lost on Zee5
Yami Gautam অভিনীত সিরিজ লস্ট মুক্তি পাচ্ছে Zee 5- এ। তাঁকে এখানে এক সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। তবে চরিত্রের নাম বিধি। এক নিখোঁজ কলেজ পড়ুয়াকে খুঁজে বের করার লড়াই দেখা যাবে এখানে। এটি একটি ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজ। আগামী 16 ফেব্রুয়ারি এটি মুক্তি পাচ্ছে।
5.Cirkus
Ranveer Singh অভিনীত সার্কাস মুক্তি পাচ্ছে 17 ফেব্রুয়ারি। এটি ইতিমধ্যেই গত বছর বড়পর্দায় মুক্তি পেয়েছিল। কিন্তু ছবিটি মোটেই ভালো সাড়া পায়নি। এখানে রণবীর কে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে বরুণ শর্মা, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রমুখকে দেখা গিয়েছে। Deepika Padukone ও ছিলেন এখানে একটি ডান্স নম্বরে। Netflix -এ দেখা যাবে এটি।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile