ফ্লিপ্কার্ট, আমেজান এবং স্ন্যাপডিল বন্ধ করল ক্যাশ অন ডেলিভারি, নেবে না ৫০০ ও ১০০০ টাকার নোট

ফ্লিপ্কার্ট, আমেজান এবং স্ন্যাপডিল বন্ধ করল ক্যাশ অন ডেলিভারি, নেবে না ৫০০ ও ১০০০ টাকার নোট
HIGHLIGHTS

দেশের প্রধানমন্ত্রী’র ঘোষনার পর অনলাইন শপিং-এ এল বড় ঝড়, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করতেই ই-কমার্স সাইটগুলি ‘ক্যাশ অন ডেলিভারি’ বা সিওডি পরিষেবা সীমিত করে দিল৷

অনলাইন শপিং হল প্রভাবিত, ‘ক্যাশ অন ডেলিভারি’ নেওয়া বন্ধ করল…

গতকাল প্রধানমন্ত্রী দেশ কে সম্বোধন করে একটি বক্তৃতায় তিনি একটি বিস্ময় সিদ্ধান্ত নেয়. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করতেই ই-কমার্স সাইটগুলি ‘ক্যাশ অন ডেলিভারি’ বা সিওডি পরিষেবা সীমিত করে দিল৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র নয়া নির্দেশ আসতেই ‘ডিজিটাল মানি’ ব্যবহারের দিকে আরও একধাপ এগিয়ে গেল দেশ৷

আরও দেখুন : বাজারে নতুন চমক নিয়ে হাজির হল রিলায়েন্স LYF F8 ফোন, দাম Rs. 4,199

কিন্তু কেন্দ্রের এই নয়া নিয়মে দেশের জনপ্রিয় ই-কমার্স সাইটগুলি তাদের কেনাকাটা সংক্রান্ত নিয়মকানুন খানিকটা পাল্টে ফেলেছে৷ যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ৷ এ দেশে এখন কেনাকাটার বহুল প্রচলিত মাধ্যম হল ইন্টারনেট৷ অনলাইনে মনপসন্দ জিনিস কিনে, বাড়িতে পণ্য এলে নগদে দাম মেটানোর অভ্যাসের সঙ্গে বেশ পরিচিত আম আদমি৷ কিন্তু আমাজন-এর মতো ই-কমার্স সাইট বুধবার থেকে ‘ক্যাশ অন ডেলিভারি’ পরিষেবা আপাতত সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ ওই সংস্থার দাবি, মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার খরচ মেটাতে নগদ টাকার দরকার৷ সাধারণ মানুষের ঘরে যাতে সেই টাকা থাকে তার জন্যই আমাজন-এ কেনাকাটা করতে নেট ব্যাঙ্কিংয়ে উৎসাহ দেওয়া হচ্ছে৷ পাশাপাশি, ‘আমাজন ওয়ালেট’ মারফত লেনদেন চালু থাকবে, তবে ৫০০ ও ১০০০ টাকার নোটের লেনদেন আপাতত বন্ধ থাকবে৷

একেবারে বন্ধ না করলেও ফ্লিপকার্ট ও স্ন্যাপডিল জানিয়ে দিয়েছে, ৫০০ ও ১০০০ টাকার নোট তারা নেবে না৷ অর্থাৎ, ৫০০ টাকার বেশি দামের যে কোনও পণ্য কিনতে ১০০ টাকার নোট দিতে হবে ক্রেতাকে৷ একই বক্তব্য ওলা-উবের-এর মতো অ্যাপ নির্ভর ক্যাব সার্ভিসেরও৷ তারা গ্রাহকদের মেল ও এসএমএস করে জানিয়ে দিয়েছে, এখন থেকে ভাড়া মেটাতে ৫০০ ০ ১০০০ টাকার নোটে ব্যবহার চলবে না৷ প্রয়োজনে ভার্চুয়াল ওয়ালেটে টাকা ভরে ভাড়া মেটান৷ বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করে, এমন কয়েকটি অ্যাপ বিভ্রান্তি এড়াতে ‘ডিজিটাল’ মানি ছাড়া অন্য কোনও মাধ্যমে লেনদেন আপাতত বন্ধ রেখেছে৷ এ কথা টুইটার অ্যাকাউন্টে জানিয়েও দিয়েছে জোম্যাটো ও সুইগগি৷

ফ্লিপ্কার্ট

স্ন্যাপডিল 

আমেজান

অন্যদিকে, কেন্দ্রের এই সিদ্ধান্তে পোয়াবারো পেটিএম-এর মতো ডিজিটাল ওয়ালেট পরিষেবার৷ দেশকে ‘ডিজিটাল মানি’ ব্যবহারের পথে আরও একধাপ এগিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বাহবা জানাচ্ছে তারা৷ ভিড়ের ভয়ে যাঁরা ব্যাঙ্কমুখো হতে ভয় পাচ্ছেন, তাঁরা খুব সহজেই অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করতে পারেন পেটিএম-এর মতো ডিজিটাল ওয়ালেট-এ৷ এবার সেই ওয়ালেট থেকে যত খুশি কেনাকাটা করুন, খান বা ট্যাক্সি চাপুন৷

আরও দেখুন : হোয়াটস অ্যাপ নিয়ে আসল অ্যান্ড্রয়েড ফোনে আরেকটি নতুন ফিচার

আরও দেখুন : লেনোভো ফ্যাব 2 প্লাস স্মার্টফোন ভারতে হল লঞ্চ, দাম Rs. 14,999 টাকা

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo