অনলাইন ব্যাঙ্কিংয়ে এই সব ভাবে ফ্রড হতে পারে সাবধান…

Updated on 26-Jun-2020
HIGHLIGHTS

কারও সাথে ব্যাক্তি গত তথ্য শেয়ার করবেন না

একাধিক উপায়ে হ্যাকাররা আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে চাইতে পারে

পাবলিক প্লেসে চিপের মাধ্যমে ম্যালওয়্যার ইন্সটল

আমরা আমাদের কাজের সুবিধার জন্য আজকাল প্রায়ই অনলাইন ব্যাঙ্কিং করে থাকি। তবে আমরা যত বেশি এই কাজ করছি তত বেশি কিন্তু অনলাইন ব্যাঙ্কিং ফ্রড বেরেচলেছে। কেউ বা কারা জেন সব সময়ে আপনার গতি বিধির ওপরে নজর রেখে চলেছে। আর এসবের মধ্যে আমরা অনেক ভেবে চিনতে কাজ করলে বা সাবধানতার সঙ্গে ট্রাঞ্জাংশান করলেও বিপদ সব সময়ে ঘারের কাছে ওত পেতে থাকে।

আর আজকে এখানে আমরা আপনাদের জানাব যে আপনারা অনলাইন কেনাকাটা বা ট্রাঞ্জাংশানের সময়ে কি ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার।

অনলাইন শপিংয়ে ছাড় ক্যাশব্যাকের মাধ্যমে ফেঁসে যায়

ফ্রড অনলাইন শপিং হয়। আর এখানে গ্রাহকদের কাজে একটি SMS আসে আর সেখানে অনলাইন শপিং ক্যাশব্যাকের দাবি করা হয় আর গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য মানে কার্ড ডিটেল বা UPI পিন ইত্যাদি চাওয়া হয়।

পাবলিক প্লেসে চিপের মাধ্যমে ম্যালওয়্যার ইন্সটল

ফ্রডস্টার চিপের মাধ্যমে ম্যালওয়্যার বা এই জাতীয় জিনিস ইন্সটল করে পাবলিক চার্জিং স্পটের মাধ্যমে এমবিড করা হয় আর এই ভাবে আপনার সিস্টেমে ভাইরাস ঢুকে যায়। আর এর পরে আপনার ফোনের সব কাজই চলে যায় হ্যাকারদের কাছে। তাই পাবলিক চার্জিং স্টেশান ব্যাবহার না করাই ভাল।

কাস্টমার কেয়ারের ভুল কল

অনেক সময়েই কাস্টমার কেয়ারের নামে ভুল কল আসে ফোনে। সেই কলে আপনারা ব্যাঙ্ককিং ট্রাঞ্জিংশান,OTP, রেজিস্তার্ড ফোন নাম্বার। ব্যাঙ্ক ডিটেল বা এই ধরনের জিনিস চাওয়া হয়। আর আপনি যদি তা বলে দেন ব্যাস তাহলেই কেলো।

আর তাই আজকাল ব্যাঙ্ক থেকে গ্রাহকদের এই সব বিষয়ে সচেতন করা হয়। তাই কেউ ফোন করে ব্যাঙ্ক ডিটেল এসব চাইলে তা দেবেন না যেন দিলেই বিপদ আপনার নাকের ডগায়।

টিম ভিউয়ার বা কুইক সাপোর্ট ইত্যাদির মাধ্যমে রিমোট অ্যাক্সেস পেলে

এই মেথডে কলার আপনার ফোনে টিম ভিউয়ার বা কুইকসাপোর্ট ইন ডেক্স করে অ্যাপ ইন্সটল করতে বলবে। আর এই ভাবে ফ্রডরা আপনাদের ফোনের অ্যাক্সেস পেয়ে যেতে পারে।

SMS বা ইমেলের মাধ্যমে ভুল লিঙ্ক পাঠালে

আমাদের মেলে একাধিক মেল এসে থাকে আর এর মধ্যে অনেক হ্যাকারদের মেল থাকে। মেলের মাধ্যমে malicious লিঙ্ক পাঠিয়ে গ্রাহকদের তাদের কার্ড ডিটেল, ATM পিন, UPI পিন এই সব জানতে চায়। আর তাই এই ধরনের বা র‍্যান্ডাম কোন লিঙ্কে ক্লিক করার আগে সাবধান হোন।

অনলাইন শপিং ক্যাশব্যাক

আপনার হোয়াটসঅ্যাপে বা ফোনের মেসেজে অনলাইন শপিংয়ের নামে ক্যাশব্যাক অফারের বিষয়ে বলা হয়। আর এই মেসেজের মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সব তথ্য জেনে নেওয়ার চেষ্টা করা হয়।

অনলাইন ট্রাঞ্জাংশানে রিফান্ড

এই ভাবে ফ্রডরা আপনার কাছে ফোন করে জনপ্রিয় ই কমার্স পোর্টাল( অ্যামাজন বা ফ্লিপকার্টের নাম করে) ফোন করতে পারে। আর এই অনলাইন ট্র্যাঞ্জাংশানের মাধ্যমে রিফান্ড অফার করতে পারে। আর অনলাইন ক্রেতারা এই ভাবে অফার দেখে বুঝতে না পেরে হ্যাকারদের ফাঁদে পাদিতে পারেন।

KYC চেক করার নামে

এটি একটি জনপ্রিয় ফ্রড মোড। এখানে আপনার KYC মানে আপনার ব্যক্তিগত তথ্য জানার নাম করে আপনার থেকে সব জেনে পরে সেই সব ব্যাবহার করেই আপনাদের সর্বস্বান্ত করার চেষ্টা করা হতে পারে। আর তাই কেউ যে কোন নামেই KYC চাক না কেন কখনোই তা কাউকে ফোনে দেবেন না।

সিপ সোয়াপ বা সিম আপগ্রেড করার নামে

আজকাল ফোনের সিম আপগ্রেডেশানের নাম নিয়ে টেলিকম কোম্পানির নামে গ্রাহকদের ফোন করেও হ্যাক করা হচ্ছে। এখানে আপনাদের আগের সিম কার্ড বার করতে বলা হবে। আর এখানে এর পরে আপনাদের কাছে OTP চাওয়া হবে আর বলা হবে যে এবার আপনার ফোন কিছুক্ষণ অফ থেকে আপগ্রেড হয়ে যাবে। আপনারা যদি এই ফাঁদে পা দেন ব্যাস তা হলেই কেল।

এখানে আর্টিকেলে আমরা আপনাদের সেই সব বিষয়ে বল্লাম যার মাধ্যমে বা যা বলে হ্যাকাররা আপনাদের তথ্য নিয়ে আপনাদের সর্বস্বান্ত করতে পারে। তাই ফোনে যে কেউ যার খুসে নামে যা চাইলে কখনওই তা দেবেন না। আমার পরিচিত দুই ব্যাক্তিও এভাবে লোকশানের হাতে পরেছেন। তাই সব সময়ে সাবধানতা অবলম্বন করুন। কারন এছাড়া আরও অন্য কোন নতুন উপায়ে সব সময়ে মানুষ ঠকাতে হ্যাকাররা কোথায় ওত পেতে বসে আছে তা বুঝতেও পারবনে না।

Connect On :