বসন্তকাল এসে গিয়েছে যখন গরমকাল কী আর দূরে থাকতে পারে? আর গরমকাল মানেই এসির প্রয়োজনীয়তা। এখনই যেভাবে সূর্যের তেজ দেখা যাচ্ছে, রাস্তায় একটু বেরোলেই যেভাবে ঘাম হচ্ছে তাতে এখনই মে জুন মাসের কথা ভেবে ভয় হচ্ছে। আর এই গরমের হাত থেকে আমাদের খানিক স্বস্তি দেয় এসি। আপনার যদি এখন এসি কেনার পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতেই হবে। কেনার সময় 10টি জিনিস দেখে বা বুঝে কিনুন। যদিও আজকাল বাজারে নানান ধরনের, বাজেটের এসি পাওয়া যায়। তবুও সেরাটা বেছে নিতে কী করণীয় দেখুন।
সবার আগে নিজের বাজেট ঠিক করুন। যখন আপনি আগে থেকে বাজেট ঠিক করে নেবেন এসি কেনার ক্ষেত্রে তখন আপনি আপনার বাজেট অনুযায়ী এসি কিনতে পারবেন। বর্তমান সময়ে 30,000 টাকার মধ্যেও ভালো এসি কিনতে পাওয়া যায়।
এসি কেনার সময় হয় আপনাকে ক্যাশে টাকা দিতে হবে নইলে ডেবিট কার্ডের মাধ্যমে, এই ভাবনা এখন অতীত। আপনি চাইলে এখন ক্রেডিট কার্ড থেকে UPI পেমেন্ট ব্যবহার করতে পারেন। এছাড়া no cost EMI -এর সুবিধাও পেতে পারেন যেখানে আপনি 6 মাস বা এক বছরে বাকি টাকা দিতে পারবেন।
আপনি যেই অফলাইনে এসি কিনতে যাবেন আপনাকে দোকানদার নানা অপশন দেখাবেন। তাই দোকানে যাওয়ার আগে অনলাইনে এসির দাম দেখে নিন। একই সঙ্গে ফিচার। আপনি আগে থেকে দাম জানলে সেই অনুযায়ী দোকানে গিয়ে দরদাম করতে পারবেন।
আপনার ঘরের জন্য কোনটা উপযোগী, 1 টনের এসি নাকি 2 টন সেটা আগে দেখে নিন। আপনার ঘর কত বড়, কত টনের এসি নিলে ঘর ঠাণ্ডা হবে বিবেছকান করে নিন। যেমন 100 থেকে 120 স্কোয়ার ফিটের ঘরের জন্য 1 টনের এসি যথেষ্ট।
আপনি যদি ফ্ল্যাটবাড়িতে থেকে থাকেন, তাহলে আপনার ছাদ কেমন সেই অনুযায়ী এসি কিনুন। যদি টপ ফ্লোরে থাকেন তাহলে বেশি টনের এসি প্রয়োজন কারণ উপর তলার ঘর বেশি গরম হয়।
যদিও দুই ধরনের এসির মধ্যে তেমন পার্থক্য নেই। দুটোতেই ঘর সমান ঠাণ্ডা হয় তবে দামের দিক থেকে উইন্ডো এসি একটু সস্তা হয়। অন্যদিকে স্প্লিট এসি ঘরের যেখানে খুশি লাগানো যায় না উইন্ডো এসির ক্ষেত্রে সম্ভব নয়। ফলে এই দিকটা বিবেচনা করে নেবেন।
এসিতে কোন ধরনের, কেমন কয়েল ব্যবহার করা হয়েছে জেনে নিন। কপার কয়েল সারাতে যেমন সুবিধা, এতে ঘর ঠাণ্ডাও হয় তাড়াতাড়ি। অ্যালুমিনিয়াম কয়েলের তুলনায় এটা চলেও বেশিদিন।
যে এসির দাম কম সেটা ব্যবহার করলে কিন্তু বেশি ইলেকট্রিসিটি পুড়বে। অন্যদিকে যেগুলোর দাম বেশি সাধারণত ইলেকট্রিসিটি অনেক কম পোড়ে তাতে। তাই এসি কেনার আগে এটা দেখে নিন। সাময়িক কম খরচ নাকি লং রানে কম খরচ কোনটা চান।
এসি সার্ভিসিংয়ের কথা মাথায় রাখুন। প্রতি মাসে সার্ভিসিং হোক বা খারাপ হলে সারানো, সেটা যেন সহজে করা যায় সেই কথা মাথায় রাখুন। যেখানে এসি কেনার পর নানা সুবিধা পাবেন সেখান থেকে এসি কিনুন।
কোনও রকম ব্র্যান্ডের গিমিকে পা দেবেন না। এসি আপনার ঘর ঠাণ্ডা রাখার জন্য প্রয়োজন। সেটাকে মূল উদ্দেশ্য বানান, wifi সাপোর্ট, ইত্যাদির প্রলোভনে পা দিয়ে আসল জিনিস মিস করে যাবেন না। টেকসই কতটা, কতটা ইলেকট্রিসিটি বাঁচে এসব দিকে বেশি নজর দিন।