ব্র্যান্ডেড ওয়াশিং মেশিন কিনুন এক্কেবারে সস্তায়, Amazon দিচ্ছে দুর্দান্ত ডিসকাউন্ট
Samsung, Bosch, LG-র মতো ব্র্যান্ডেড ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে বাজেটের মধ্যেই
ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে 10,500 টাকা কম দামে
পুরনো প্রডাক্টের ওপর রয়েছে দারুণ সব এক্সচেঞ্জ অফার
আজ অ্যামাজন (Amazon) দিচ্ছে ওয়াশিং মেশিনের ওপর দারুন ডিসকাউন্ট। নামি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে 10,500 টাকা কম দামে। আজকের এই বিশেষ ডিলে এক্কেবারে সস্তায় আপনি নতুন ওয়াশিং মেশিন ঘরে নিয়ে যেতে পারবেন। Samsung, Bosch, LG-র মতো ব্র্যান্ডেড ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে বাজেটের মধ্যেই। পুরনো প্রডাক্টের ওপর রয়েছে দারুণ সব এক্সচেঞ্জ অফার। আসুন জেনে নেওয়া যাক আজকের স্পেশ্যাল ডিসকাউন্টগুলি সম্পর্কে-
Samsung 6.0 Kg Inverter 5 Star Fully-Automatic Front Loading Washing Machine (WW60R20GLMA/TL, White, Hygiene Steam)
অ্যামাজনের এই 6.0 কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে 22,390 টাকায়। এই ফুল অটোমেটিক ফিচারযুক্ত ওয়াশিং মেশিনের আসল দাম 27,300 টাকা। অ্যামাজন দিচ্ছে 4,910 টাকার ছাড়। Samsung –র এই ওয়াশিং মেশিনের ইএমআই শুরু হচ্ছে 1,054 টাকা থেকে। এই ওয়াশিং মেশিনের ওপর পাওয়া যাবে নো-কস্ট ইএমআইয়ের সুবিধা ও এক্সচেঞ্জ অফার।
IFB 7 Kg 5 Star Fully-Automatic Front Loading Washing Machine(Neo Diva BX, White, 3D Wash Technology, CradleWash, Aqua Engergie, In-built heater)
এই 7 কেজি ক্যাপাসিটির ওয়াশিং মেশিন অ্যামাজনে পাওয়া যাচ্ছে 30,199 টাকায়। এই 3D ওয়াশ টেকনোলজি সমেত ওয়াশিং মেশিনের মার্কেট প্রাইস 32,490 টাকা। অ্যামাজন দিচ্ছে 2,291 টাকার ছাড়। এই ওয়াশিং মেশিনের ইএমআই শুরু হচ্ছে 1,422 টাকা থেকে। পুরনো প্রডাক্টের ওপর পাওয়া যাবে এক্সচেঞ্জ অফার। এছাড়া রয়েছে নো-কস্ট ইএমআইয়ের ফিচার।
Bosch 7Kg 5 Star Inverter Touch Control Fully Automatic Front Loading Washing Machine with In-built Heater (WAJ2416SIN,Silver)
এই অটোমেটিক ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন অ্যামাজন থেকে কেনা যাবে 29,990 টাকা দিয়ে। অ্যামাজন দিচ্ছে 9,809 টাকার ছাড়। এই ওয়াশিং মেশিনের মার্কেট প্রাইস 39,799 টাকা। এতে রয়েছে নো-কস্ট ইএমআই ফিচার। পুরনো প্রডাক্টের ক্ষেত্রে মিলবে এক্সচেঞ্জ অফার। এই ওয়াশিং মেশিনের ইএমআই শুরু হচ্ছে 1,412 টাকা থেকে।
LG 7.0 Kg 5 Star Inverter Fully-Automatic Front Loading Washing Machine (FHM1207ADL, Silver, 6 Motion Technology
অ্যামাজনে এই ওয়াশিং মেশিন পাওয়া যাচ্ছে 29,490 টাকায়। এই প্রডাক্টের মার্কেট প্রাইস 39,990 টাকা। অ্যামাজনে দিচ্ছে 10,500 টাকার ছাড়। এছাড়া রয়েছে পুরনো প্রডাক্টের এক্সচেঞ্জ অফার ও নো-কস্ট ইএমআই বেনিফিট।