হ্যাং হচ্ছে স্মার্টফোন? মাথায় রাখুন এই 5 বিষয়, বেড়ে যাবে স্পিড

Updated on 10-Jan-2022
HIGHLIGHTS

স্মার্টফোন বেশ দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে মাঝে মাঝে হ্যাং হয়ে যেতেই পারে

মোবাইল ব্যবহার করার সময় বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর রাখলে হ্যাং হবার সম্ভাবনা কম থাকবে

মোবাইলের র‍্যাম কম হলে স্মার্টফোন হ্যাং করা বা চলতে চলতে বন্ধ হয়ে যাবার সম্ভাবনা থাকে

আপনার স্মার্টফোন কি কি চলতে চলতে কাজ করা বন্ধ করে দিচ্ছে? ডিসপ্লে স্ক্রিন কালো হয়ে যাচ্ছে? কোনো অ্যাপ ওপেন করবার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই চালু হচ্ছে না, লাগছে অনেকসময়। বেশ খানিকটা বড়ো স্টোরেজের কোনো গেম খেলছেন, মাত দেওয়ার সময়েই কাজ করা বন্ধ করে দিল স্মার্টফোন। কখন যে ঠিক হবে মোবাইল তা জানা নেই। এই ধরণের ঘটনা ঘটতে থাকলে বিরক্তি আসা স্বাভাবিক। স্মার্টফোন  দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে মাঝে মাঝে হ্যাং হয়ে যেতেই পারে। তবে মোবাইল ব্যবহার করার সময় বেশ কয়েকটি বিষয়ের দিকে নজর রাখলে হ্যাং হবার সম্ভাবনা কম থাকবে। তা যত বেশি স্টোরেজের গেম খেলা হোক বা  এইচডি কোয়ালিটির ভিডিও দেখা, সমস্ত ক্ষেত্রেই।

মোবাইলের র‍্যাম (RAM) কিরকম তা লক্ষ করুন-

মোবাইলের র‍্যাম কম হলে স্মার্টফোন হ্যাং করা বা চলতে চলতে বন্ধ হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই নতুন ফোন কেনার সময় র‍্যাম যাতে বেশি থাকে সেইদিকে খেয়াল রাখবেন। আপনি এখন যে হ্যান্ডসেট ব্যবহার করছেন তাতে র‍্যাম স্টোরেজ যদি কম হয় তবে কোনো বেশি স্টোরেজের গেম ডাউনলোড করা কিংবা হাই ডেফিনেশন ভিডিও দেখা থেকে দূরে থাকাই উচিত। সেইসঙ্গে ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত অ্যাপের অ্যাক্সেস রয়েছে সেগুলিকে ডিজেবেল করে দেওয়াই শ্রেয়। যার ফলে ফোন আগের স্পিডে চলতে পারবে। 

টাস্ক ম্যানেজার ফিচারের ব্যবহার করুন-

আমাদের অজান্তেই বেশ কিছু অ্যাপ ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। আমরা বুঝতেই পারি না যে এই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলির কারণে আমাদের মোবাইল স্লো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্মার্টফোনের টাস্ক ম্যানেজার ফিচারে গিয়ে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলিকে বন্ধ করে দিলে, মোবাইল হ্যাং করার সম্ভাবনা কমে যায়। 

লাইভ ওয়ালপেপার সরিয়ে ফেলুন-

গাছের পাতা থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে , মোবাইল ডিসপ্লে তে ফুটে উঠেছে এমন দৃশ্য। এই ধরণের লাইভ ওয়ালপেপার দেখতে ভালো লাগলেও, খেয়ে নেয় স্মার্টফোনের অনেকটা স্টোরেজ। সেইসঙ্গে নস্ট হয় মোবাইল ব্যাটারিও। আপনার স্মার্টফোনের ওয়ালপেপার হিসেবে যদি এমন কোনো লাইভ ওয়ালপেপার থাকে, তবে তা এক্ষুনি সরিয়ে সাধারণ ওয়ালপেপার রাখুন। যার ফলে বেঁচে যাবে আপনার ফোনের স্টোরেজ ও ব্যাটারি।

ইন্টারনাল মেমোরিকে ফাঁকা রাখুন-

স্মার্টফোনের ইন্টারনাল মেমোরিকে ফাঁকা রাখুন। ফোনের ইন্টারনাল মেমোরি ফুল হয়ে গেলে মোবাইল হ্যাং করার সম্ভাবনা থাকে। তাই যতটা সম্ভব স্মার্টফোনের ইন্টারনাল মেমোরি কম ব্যবহার করুন। এক্সটারনাল মেমোরি ব্যবহারের সুযোগ থাকলে সেটিই ব্যবহার করুন। কিছুদিন অন্তর সেটিংসে গিয়ে মেমোরির ক্যাচ ক্লিয়ার করুন।

মোবাইলে মাল্টিটাস্কিং করা বন্ধ করুন-

আমাদের প্রত্যেকেরই একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করার প্রবণতা রয়েছে। ফোন যাতে স্লো না হয় বা হ্যাং না করে সেইজন্য একসাথে অনেক অ্যাপ ব্যবহার না করাই উচিত। 

আমরা অনেকসময়েই মোবাইল সেফ রাখতে আলাদা করে অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করি। মোবাইলের সিস্টেমে থাকা অ্যান্টিভাইরাস অ্যাপই ব্যবহার করা উচিত অন্য কিছুর পরিবর্তে।

 

Connect On :