সূর্যের রাঙানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মার্চের শুরুতেই বেশ গরম পড়ে গিয়েছে। এখনও তো মে, জুন আসেনি। তাহলেই ভাবুন তখন কেমন গরম পড়বে। আর তাপমাত্রা বাড়ার আগে ঘর ঠাণ্ডা রাখার জন্ত্র কিনে ফেলুন। তবে আপনার যদি এসি কেনার সামর্থ্য না থাকে তাহলে আপনি রুম কুলার কিনতে পারেন। মাত্র 10,000 টাকার মধ্যে ভাল ব্র্যান্ডের কুলার পেয়ে যাবেন আপনি। দেখুন কোন ব্র্যান্ডের কোন কুলারের দাম আপনার বাজেটে ফিট করবে।
এই রুম কুলারটির দাম 7,190 টাকা। এটি একটি বাজেট ফ্রেন্ডলি কুলার। Coolboy Personal Cooler -এর কমপ্যাক্ট ভার্সন হল এটি। এখানে বড় কুলারের সমস্ত পার্ট আছে। সর্বোপরি এটির সাইজের কারণে এটি আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানে ডাস্ট ফিল্টার আছে যা দূষিত পদার্থকে আটকাবে এবং আপনি পরিষ্কার বাতাসে শ্বাস নিতে পারবেন। এটি 80W বিদ্যুৎ খরচ কনজিউম করে।
এটি একটি টাওয়ার এয়ার কুলার। এখানে আধুনিক প্রযুক্তি আছে সঙ্গে শক্তিশালী ফ্যান, অতি দক্ষ মোটর, এবং দারুন ডিজাইন। এটি ঠাণ্ডা করার পদ্ধতি অত্যন্ত ভাল। এখানে একটি আইস চেম্বার আছে। এখানে একটি কর্ড উইন্ডিং হোল্ডার আছে একই সঙ্গে আছে ওয়াটার লেভেল ইন্ডিকেটর। ইভার্টারের সাহায্যে এটি চলতে পারে। এটির দাম 7,990 টাকা।
এটির 8,990 টাকায় কেনা যাবে। এটির ধারণ ক্ষমতা 25 লিটার। গরমকালে ঘর ঠাণ্ডা রাখতে এই কুলারের জুড়ি মেলা ভার। এই কুলারে আছে ব্যক্টোশিল্ড হানিকম্ব প্যাড যার সাহায্যে সর্বাধিক জল ধারণ করা যাবে, পরিষ্কার বাতাস মিলবে। এই কুলার বাতাসে থাকা 99% ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। এখানে একটি আইস চেম্বার আছে যা দীর্ঘক্ষণ ঘর ঠাণ্ডা রাখতে সাহায্য করে। একই সঙ্গে আছে ওয়াটার ইন্ডিকেটর যা আপনাকে কখন জল ভরাতে হবে সেটা বলে দেবে। এটি ইনভার্টারের সাহায্যে চলতে সক্ষম। স্টাইলিশ ডিজাইনও মিলবে এখানে।
এই রুম কুলারটির দাম 10,090 টাকা। এখানে আইস চেম্বার আছে যা আপনার আশপাশকে অনেকক্ষণ ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এছাড়া এটি ধুলো প্রতিরোধ করে আপনাকে পরিষ্কার বাতাস দিয়ে থাকে। এখানে 18 সেমির একটি ব্লোয়ার আছে। এছাড়া এখানেও হানিকম্ব প্যাড মিলবে তিন দিকে। এটির ধারণ ক্ষমতা হল 35 লিটার। ফলে ঘন ঘন ওখানে জল না দিলেও চলে।