Amazon পাওয়া যাচ্ছে ওয়াটার পিউরিফায়ারের (Water purifier) ওপর দারুণ ডিসকাউন্ট
7 থেকে 10 লিটার ওজনের ওয়াটার পিউরিফায়ার পাওয়া যাচ্ছে এক্কেবারে কম দামে
Water purifier এর দাম শুরু হচ্ছে মাত্র 8,912 টাকা থেকে
ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) বিভিন্ন সময়ে ইউজারদের নানারকমের ডিল ও ডিসকাউন্ট অফার করে থাকে। আজ Amazon পাওয়া যাচ্ছে ওয়াটার পিউরিফায়ারের (Water purifier) ওপর দারুণ ডিসকাউন্ট। দাম শুরু হচ্ছে মাত্র 8,912 টাকা থেকে।
বিভিন্ন ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ারের ওপর দেওয়া যাচ্ছে 10,901 টাকা পর্যন্ত ছাড়। আসুন জেনে নেওয়া যাক আজকের সেরা ডিলগুলি সম্পর্কে-
V-Guard Zenora RO+UF+MB 7Litre Water Purifier With 7 Stage Purification and pH Balancer, Black, Free Installation & 3 Free External Pre-Filters
অ্যামাজনে এই ওয়াটার পিউরিফায়ার কেনা যাবে 8,912 টাকা দিয়ে। এই পিউরিফায়ারের আসল দাম 13,049 টাকা। অ্যামাজন দিচ্ছে 4,137 টাকার ডিসকাউন্ট। এই 7 লিটারের পিউরিফায়ারে পাওয়া যাবে সেভেন স্টেজ পিউরিফিকেশনের সুবিধা।এছাড়াও মিলবে তিনটি এক্সটারনাল ফ্রি- ফিল্টার। অ্যামাজনে এই পিউরিফায়ারের ওপর ইএমআই শুরু হচ্ছে 420 টাকা থেকে। কিনতে চাইলে এখানে ক্লিক করুন।
Eureka Forbes AquaSure From Aquaguard Amaze RO+UV+MTDS Water Purifier(Grey)
অ্যামাজনে এই পিউরিফায়ার কেনা যাবে 9,499 টাকা দিয়ে। এই পিউরিফায়ারের ওপর পাওয়া যাবে 6,501 টাকার ছাড়, কেননা মার্কেটে দাম হল 16,000 টাকা। এই পিউরিফায়ারে মিলবে RO+UV+MTDS পিউরিফায়িংয়ের সুবিধা। ইএমআই শুরু হচ্ছে 447টাকা থেকে। কিনতে চাইলে এখানে ক্লিক করুন।
Blue Star Eleanor 8-Liter, RO+ UV+ UF+IBT+ Alkaline Water Purifier, Black, EL5BLAM01
অ্যামাজনে 8 লিটারের এই পিউরিফায়ার কেনা যাবে 11,999 টাকা দিয়ে। পিউরিফায়ারের আসল দাম 22,900 টাকা। অ্যামাজন দিচ্ছে 10,901 টাকার ছাড়। এই ওয়াটার পিউরিফায়ারে মিলবে অ্যালকালাইনযুক্ত বিশুদ্ধ জল। আট লিটারের পিউরিফায়ারের ইএমআই শুরু হচ্ছে 565 টাকা থেকে। কিনতে চাইলে এখানে ক্লিক করুন।
HUL Pureit Eco Water Saver Mineral RO+UV+MF wall mounted/Counter top Black 10L Water Purifier
অ্যামাজনে 13,999 টাকা দিয়ে কেনা যাবে এই 10 লিটারের ওয়াটার পিউরিফায়ার। অ্যামাজন এই পিউরিফায়ারে 7,001 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই পিউরিফায়ারে রয়েছে ওয়াল মাউন্ট এবং কাউন্টার মাউন্ট সেটআপের সুবিধা।ইএমআই শুরু হচ্ছে 659 টাকা থেকে। কিনতে চাইলে এখানে ক্লিক করুন।
ই-বয়েলিং টেকনোলজি্সমেত এই ওয়াটার পিউরিফায়ার অ্যামাজন থেকে কেনা যাবে 17,499 টাকা থেকে। এই পিউরিফায়ারের আসল দাম 24,500 টাকা। তবে অ্যামাজনে দেওয়া হচ্ছে ,7,001 টাকার ডিসকাউন্ট। এই পিউরিফায়ারে পাওয়া যাবে কপার প্লাস মিনারেল গার্ডের সুবিধা। ইএমআই শুরু হচ্ছে 824 টাকা থেকে। কিনতে চাইলে এখানে ক্লিক করুন।
AO Smith Z9 Green RO 10 Litre Wall Mountable, Table Top RO+ SCMT Black 10 Litre Water Purifier
10 লিটারের এই ওয়াটার পিউরিফায়ার অ্যামাজনে কেনা যাবে 24,990 টাকা দিয়ে। অ্যামাজন দিচ্ছে এই পিউরিফায়ারের ওপর 6,210 টাকার ছাড়, কেননা পিউরিফায়ারের আসল দাম রয়েছে 31,200 টাকা। এই পিউরিফায়ারে মিলবে টেবিল টপ এবং ওয়াল মাউন্ট সেটআপের সুবিধা। কিনতে চাইলে এখানে ক্লিক করুন।