5 সেরা বাংলা সিনেমা যা আপনি প্রাইম ভিডিও অ্যাপে এক্ষুনি দেখতে পারবেন

Updated on 29-Nov-2021
HIGHLIGHTS

অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপ সমস্ত ভারতীয় ভাষায় কনটেন্ট অফার করে

অরিজিনাল ওয়েব কনটেন্টের পাশাপাশি নিজের ভাষায় জনপ্রিয় সিনেমা আপনি দেখতে পারবেন

কেবল দরকার অ্যামাজন প্রাইম মেম্বারশিপের

আপনি কি ছুটির দিনে ভালো বাংলা সিনেমা দেখার কথা ভাবছেন? কিন্তু কাছে নেই হইচইয়ের সাবস্ক্রিপশন! চিন্তা নেই। আপনি যদি অ্যামাজন প্রাইম মেম্বার হয়ে থাকেন তবে প্রাইম ভিডিও আপনাকে দিচ্ছে এই সময়ের সেরা একগুচ্ছ বাংলা সিনেমা দেখার সুযোগ। অ্যামাজন প্রাইম ভিডিও অ্যাপ অরিজিনাল ওয়েব কনটেন্টের পাশাপাশি সমস্ত ভারতীয় ভাষার জনপ্রিয় সিনেমাগুলিকেও ইউজারদের জন্য হাজির করেছে। শুধু ইন্টারনেট অন করে একবার সিনেমা দেখতে বসলেই হলো।

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই সময়ের 5 টি সেরা বাংলা সিনেমার খোঁজ। যা আপনি প্রাইম ভিডিও অ্যাপে দেখতে পারবেন। তাহলে অপেক্ষা কিসের! চটজলদি দেখুন লিস্ট-

1. ড্রাকুলা স্যার

পরিচালকঃ দেবালয় ভট্টাচার্য।

অভিনয়েঃ অনির্বাণ ভট্টাচার্য, মিমি চক্রবর্তী।

IMDB রেটিং- 7.5/10।

সিনেমার সময়ঃ 2 ঘণ্টা 6 মিনিট।

প্লটঃ ছোট শহরের একজন স্কুল মাস্টারের সামনের দুটো ক্যানাইন দাঁত সকলের মজার খোরাক। একসময় সে লিজেন্ডারি চরিত্র ড্রাকুলার সাথে নিজের মিল খুঁজে পেতে শুরু করে, তারপরেই গল্প অন্যদিকে মোড় নেয়।

2. গুমনামি

পরিচালকঃ শ্রীজিত মুখোপাধ্যায়।

অভিনয়েঃ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ 
ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী।

IMDB রেটিং- 7.8/10 ।

সিনেমার সময়ঃ 2 ঘণ্টা 22 মিনিট।

প্লটঃ নেতাজি সুভাষচন্দ্রের অন্তর্ধান নিয়ে মুখারজি কমিশনের রিপোর্ট বেরিয়েছিল তার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে গোটা সিনেমা। নেতাজির মৃত্যু সম্পর্কে বিভিন্ন ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের থিওরিকে সিনেমাতে ফুটিয়ে তোলা হয়েছে ।

3.জেনারেশন আমি

পরিচালকঃ মৈনাক ভৌমিক।

অভিনয়েঃ শৌরসেনী মৈত্র , ঋতব্রত মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য।

IMDB রেটিং- 7.7 /10 ।

সিনেমার সময়ঃ 1 ঘণ্টা 58 মিনিট।

 প্লটঃ একটা 17 বছরের ছেলে যে মিউজিশিয়ান হতে চায়। কিন্তু রাগী মা- বাবার চাপে পড়ে স্বপ্নের পথে এগোতে পারেনা। এইসময় তার জীবনে আসে 19 বছরের এক কাজিন দিদি। যে তাকে ভয় কাটিয়ে জীবনের আসল মানে শেখায়।

4. ভিঞ্চি দা

পরিচালকঃ শ্রীজিত মুখোপাধ্যায়।

অভিনয়েঃ রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, রিদ্ধি সেন।

IMDB রেটিং- 7.4 /10।

সিনেমার সময়ঃ 1 ঘণ্টা 57 মিনিট।

প্লটঃ একজন ট্যালেন্টেড প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট যিনি একজন সাইকোপ্যাথের পাল্লায় পড়ে, ক্রাইম দুনিয়ার সাথে জড়িয়ে যায়।

5.অসুর

পরিচালকঃ পাভেল।

অভিনয়েঃ জিৎ , নুসরত জাহান, আবীর চট্টোপাধ্যায়।

IMDB রেটিং- 7/10।

সিনেমার সময়ঃ 2 ঘণ্টা 19 মিনিট।

প্লটঃ কিগান মান্ডি, একজন ট্যালেন্টেড স্কাল্পচার আর্টিস্ট , দেশবন্ধু পার্কের দুর্গাপুজোতে বিশ্বের সবচাইতে বড়ো দুর্গা প্রতিমা বানানোর সিদ্ধান্ত নেয়। এমন দুর্ধর্ষ প্রতিমা তৈরি করা সম্ভব হলেও দুই বন্ধুর ইগোর লড়াইয়ের ফলে মানুষের সামনে আসার কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় পুরো প্যান্ডেল।

Connect On :