পুরনো ফোনের ব্যাটারি সমস্যা দিচ্ছে? এক নজরে দেখুন এই সব সস্তা Powerbank এর লিস্ট

Updated on 11-Sep-2021
HIGHLIGHTS

20000mAh ক্ষমতার Power Bank-এ দারুণ ছাড়

Syska, URBN, Mi, Redmi-র মতো নামি ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্কের ওপর পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিল

পাওয়ার ব্যাঙ্কের ওপর মিলছে 2,900 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আপনার মোবাইল ফোনের ব্যাটারি কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে? কিংবা বারবার ফোনে চার্জ দেবার দরকার পড়ে? সেক্ষেত্রে আপনার প্রয়োজন একটি ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক। এখন Amazon দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্কের ওপর দারুণ ছাড়। পাওয়া যাচ্ছে একাধিক ডিলস। আপনি যদি নতুন পাওয়ার ব্যাঙ্ক কেনার কথা ভেবে থাকেন তবে নীচের রিপোর্টে পড়তে পারেন –

Syska 20000mAh Li-Polymer Power Pro200 Power Bank (Black)

এই পাওয়ার ব্যাঙ্ক অ্যামাজনে পাওয়া যাচ্ছে 1,199 টাকায়। তবে এই পাওয়ার ব্যাঙ্কের এমআরপি 2,999 টাকা। অ্যামাজন দিচ্ছে 1,800 টাকার ছাড়। এই পাওয়ার ব্যাঙ্ক ব্ল্যাক কালার ছাড়াও পাওয়া যাচ্ছে হোয়াইট কালার অপশনে। এই ডিভাইসে রয়েছে ইউএসবি কানেক্টর। পাওয়ার ব্যাঙ্কের ওজন 404 গ্রাম। এখান থেকে কিনুন

URBN 20000 mAh 18W Super Fast Charging Power Bank with 18W Type C PD (Input & Output) and QC 3.0 Dual USB Output with Free Type C Cable (Black)

এই পাওয়ার ব্যাঙ্ক অ্যামাজনে পাওয়া যাচ্ছে 1,099 টাকায়। তবে এই পাওয়ার ব্যাঙ্কের মার্কেট প্রাইস 3,999 টাকা। অ্যামাজন দিচ্ছে 2,900 টাকার ডিসকাউন্ট। এই পাওয়ার ব্যাঙ্কে পাওয়া যাবে 18W সুপার ফাস্ট চার্জের সুবিধা। সঙ্গে রয়েছে ইউএসবি কানেক্টর। পাওয়া যাবে হোয়াইট কালার অপশনেও। এখান থেকে কিনুন

Ambrane 20000 mAh Power Bank with 22.5 W Fast Charging, compact  Size,Triple Outout, Type c PD (Input & Output), Li-Polymer, Metallic Body, Made in india + Type C Cable (Powerlit XL, Red)

অ্যামাজনে এই পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যাচ্ছে 1,899 টাকায়। এই ডিভাইসে অ্যামাজন দিচ্ছে 600 টাকার ছাড়। কেননা এই ডিভাইসের এমআরপি 2,499 টাকা। এই পাওয়ার ব্যাঙ্কে রয়েছে টাইপ সি কেবিলের ফিচার। এছাড়া SBI ক্রেডিড কার্ড দিয়ে কিনলে এই পাওয়ার ব্যাঙ্কের ওপর মিলছে 10% ডিসকাউন্ট। এখান থেকে কিনুন

Mi Power Bank 3i 20000 mAh l 18W Fast PD Charging l Input-Type C and Micro USB l Triple Output l Sandstone Black

অ্যামাজনে এই পাওয়ার ব্যাঙ্ক 2020 মডেল পাওয়া যাচ্ছে 1,699 টাকায়। অ্যামাজন দিচ্ছে মার্কেট প্রাইসের থেকে 500 টাকার ডিসকাউন্ট। এই পাওয়ার ব্যাঙ্কে রয়েছে মাইক্রো ইউএসবি কেবিল ফিচার। এখান থেকে কিনুন

Redmi 20000 mAh Li-Polymer Power Bank (Black), USB Type C and Micro USB Ports I 18 W Fast Charging I Multi Device Charging

এই ইউএসবি টাইপ-C ও মাইক্রো ইউএসবি পোর্ট সমেত পাওয়ার ব্যাঙ্ক অ্যামাজনে পাওয়া যাচ্ছে 1,499 টাকায়। এতে রয়েছে 18 W ফাস্ট চার্জের সুবিধা। এই পাওয়ার ব্যাঙ্কের মার্কেট প্রাইস 1,999 টাকা। অ্যামাজনে এই ডিভাইসের ওপর দেওয়া হচ্ছে 500 টাকার ছাড়। এখান থেকে কিনুন

Connect On :