এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই ইন্টারনেট কানেকশনের জন্যে Wi-Fi ব্যবহার করা হয়। অনেকদিন ধরে ব্যবহার করতে করতে অনেক সময়েই দেখা যায় যে স্মার্টফোনে Wi-Fi সিগনাল একদম দুর্বল এবং ইন্টারনেট কানেকশনও ঠিকঠাক আসছেনা। আপনার স্মার্টফোনের Wi-Fi কানেকশন যদি সমস্যার সৃষ্টি করে, তাহলে সহজ কয়েকটি টিপস জেনে নিন, যা আপনার Wi-Fi ঠিকঠাক কাজ করতে সাহায্য করতে পারে।
Wi-Fi কানেকশনের সমস্যা হলে, সবার প্রথমে আপনি আপনার স্মার্টফোনটি রিস্টার্ট করুন। প্রয়োজন হলে সুইচ অফ করুন কিছুক্ষণের জন্য। আপনি যে সময় আপনার ফোন ব্যবহার করছেন না বা কোনো দরকার নেই, যেমন রাতে ঘুমানোর সময়, তখন ফোনটি সুইচ অফ করে রাখতে পারেন। এই উপায় Wi-Fi স্পিড ঠিক হলেও হতে পারে।
আপনার Wi-Fi রাউটারটি সুইচ অফ করুন। সুইচ অফ করে 10-15 মিনিট রাউটারের সমস্ত প্লাগ খুলে রাখুন। হাতে সময় থাকলে কয়েক ঘন্টাও বন্ধ রাখতে পারেন। এরপর রিস্টার্ট করে ব্যবহার করুন।
সিগনাল ব্লকেজ কমাতে ঘরের দেওয়াল সরানো সম্ভব নয় সেটা স্বাভাবিক। কিন্তু চেষ্টা করবেন যাতে রাউটার এবং ফোনের মাঝে বেশি জিনিসপত্র না থাকে। যদি তা সম্ভব না হয় তাহলে চেষ্টা করুন রাউটারটা এমন জায়গায় রাখার যেখান থেকে আপনি ব্লকেজ কম পাবেন।
আপনার ডিভাইসে সেভ করা Wi-Fi নেটওয়ার্ক রিমুভ করুন এবং আবার নেটওয়ার্কটি নতুন করে অ্যাড করুন। এই উপায় Wi-Fi সিগনাল বুস্ট করার চেষ্টা করতে পারেন।
মোটা প্রোটেকটিভ কভার আপনার ডিভাইসে Wi-Fi সিগনালের সমস্যা তৈরী করতে পারে। আপনি স্মার্টফোনের কভারটি খুলে ব্যবহার করতে পারেন। তবে কভারটি খুললে স্মার্টফোনটি এমন জায়গায় ব্যবহার করুন যাতে ফোনটি পরে গিয়ে ভেঙে না যায়। আর নাহলে আপনি একটি হালকা ফোন কভার কিনতে পারেন। এতে আপনার স্মার্টফোনটিও সেফ থাকবে এবং Wi-Fi কানেকশনেও সমস্যা হবেনা।
ডিভাইসের সব সেটিংস রিসেট করলে সমস্ত কাস্টম সেটিংস, যেমন- সেভ করা Wi-Fi নেটওয়ার্ক, Bluetooth ডিভাইস, হোমস্ক্রিন লে-আউট ইত্যাদি ডিফল্ট হয়ে যায়৷ এর ফলে আপনার কানেকশন আরও ভালো হলেও হতে পারে।
আপনি যে ব্র্যাডন্ডের রাউটার ব্যবহার করেন, সেই কোম্পানির কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আপনার রাউটারে firmware আপডেট এর ব্যাপারে জেনে নিন।
যদি উপরের একটি টিপসও আপনার কাজে না লাগে তাহলে শেষ অপশন আপনাকে নতুন রাউটার কিনতেই হবে। নতুন রাউটার কিনলে এমন রাউটার কিনবেন যেটির রেঞ্জ অনেক বেশি হয় এবং অনেক বেশি লেটেস্ট ফিচারযুক্ত হয়। রাউটার কেনার আগে অবশ্যই অনলাইনে ভালো ভাবে জেনে নেবেন অথবা কোনো এক্সপার্টের দিয়ে খোঁজ নিয়ে নেবেন।