Crypto Asset সম্পর্কে বিস্তারিত জানতে ও বুঝতে ফলো করুন এই রিসোর্সগুলি
CoinMarket গোটা বিশ্বে Crypto asset প্রাইস ট্র্যানকিং এর সবচেয়ে বেশি রেফারেন্সযুক্ত সাইট হিসাবে বিখ্যাত।
CoinGecko সাইটে 10,000 এর দিয়েও বেশি সংখ্যার কয়েন প্রাইস ট্র্যা ক করা যায়।
Solana তাদের ট্যাগলাইন হিসাবে, "The sky's the limit. What will you launch?" ব্যবহার করে থাকে।
Crypto Asset এর নতুন নতুন ফিচার আমরা মাঝে মধ্যেই পেয়ে থাকি। গত বছর যেমন NFT, Metaverse, Blockchain ইত্যাদি পেয়েছিলাম ক্রিপ্টো অ্যাসেটে। ক্রিপ্টো অ্যাসেট কেনার জন্য অনেকরকম টেকনিকাল ডেটা মানুষকে আগে বুঝতে হয়। তার জন্যে প্রয়োজন এবিষয়ে সঠিক জ্ঞান। নতুন এইসকল টেকনোলজির সম্পর্কে জানার জন্যে এক্সপার্ট ক্রিপ্টো ইনভেস্টররাও বারংবার নিজেদের স্কিল আপগ্রেড করে থাকে।
এইসকল বিষয়গুলিই যাতে মানুষের কাছে কঠিন না হয়ে যায়, তার জন্য এই আর্টিকেলে আমরা, Crypto asset-এর বিষয় ইন্টারনেটের বেশ কিছু সঠিক রিসোর্সের সম্পর্কে ডিটেইলসে জানালাম,যা আপনাদের Crypto world এর সম্পর্কে জানতে বুঝতে এবং ইনভেস্ট করতে সাহায্য করবে।
দেখে নিন রিসোর্সগুলি-
1. Zebpay
Zebpay-তে এডুকেশনাল মেটিরিয়াল পাওয়া যায়, যা বিশ্বের যেকোনো মানুষ ব্যবহার করতে পারবে। এই লার্নিং পোর্টালের আরও একটি ভালো দিক হল- এখানে বিগিনার ইনভেস্টাররাও খুব সহজে বিভিন্ন বিষয় সহজেই বুঝতে পারবেন। Zebpay এর learning section থেকে বিগিনার টপিক, ক্রিপ্টো কয়েনের ডিটেইলস, এক্সপার্ট ইনভেস্টরদের জন্য প্রাইস ট্রেন্ড ও রুপি কস্ট অ্যাভারেজিং এছাড়াও আরও অনেক বিষয় শেখা যায়।
Zebpay এর Crypto slang ফিচারটির মাধ্যমে crypto asset এর জন্য প্রয়োজনীয় শব্দগুলি ইউজাররা শিখতে পারবেন। এছাড়াও রয়েছে ভিডিও সেকশন, যেখানে খুব সহজ ভাবে বোঝানো হয় ক্রিপ্টোর বিভিন্ন বিষয়গুলি। ভারতীয় ক্রিপ্টো ইউজারদের জন্যে এখানে পাওয়া যাবে Crypto Ki Pathshala নামের একটি ভিডিও সেকশন, যেখানে হিন্দি ভাষায় শেখানো হয় ক্রিপ্টো সম্পর্কে। যারা নতুন এই ক্রিপ্টো দুনিয়ায়, তারা Zebpay থেকে ক্রিপ্টোর সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে ইনভেস্ট করতে পারেন।
2. CoinMarketCap
CoinMarket গোটা বিশ্বে Crypto asset প্রাইস ট্র্যা কিং এর সবচেয়ে বেশি রেফারেন্সযুক্ত সাইট হিসাবে বিখ্যাত। এমনকি, American Government- ও এই ওয়েবসাইটটিরই ডেটা ইউজ করে থাকে CoinMarketCap সঠিক ডেটা পরিবেশনায় এক নম্বর জায়গাটি দখল করে রেখেছে। আলেকজান্দ্রিয়া লাইব্রেরির ট্র্যাiডিশনকে সকলের সামনে তুলে ধরতে CoinMarketCap তাদের ব্লগের নাম রেখেছে আলেকজান্দ্রিয়া। স্লোগান হিসাবে সাইটটি বলে," acquire crypto assets in a fun and low risk way."
3. CoinGecko
CoinGecko সাইটটি বিগিনারদের প্রথমে একটু বুঝতে অসুবিধা হলেও সাইটটিতে একটু সময় দিলে ক্রিপ্টোর সম্পর্কে প্রচুর জিনিস খুব সহজেই জানতে পারবে। এই সাইটে 10,000 এর দিয়েও বেশি সংখ্যার কয়েন প্রাইস ট্র্যাবক করা যায়। এছাড়াও, NFTs, DeFi, Bitcoin ইত্যাদি বিভিন্ন বিষয় Coingecko তে ব্লগ, পোডকাস্ট, আর্টিকেল এভেলেবেল থাকে। যেখান থেকে ইনভেস্টররা প্রয়োজনীয় প্রায় সমস্ত ডেটাই জানতে পারবেন।
4. Ethereum Blog
Bitcoin এর পরেই সবচেয়ে জনপ্রিয় Crypto-currency হল Ethereum। এই Ethereum এর জন্যেই NFT নিয়ে মানুষের মধ্যে এতো এক্সাইটমেন্ট তৈরী হয়েছে। বর্তমানে Crypto এর ভবিষ্যৎ হিসাবে অনেকেই Ethereum কে উপযুক্ত মনে করে। Ethereum সম্পর্কিত যাবতীয় ডিটেইলস Ethereum Blog এ পাওয়া যায়। Ether কয়েন কোথায় কতোটা ইনভেস্ট করা উচিত তা বোঝার সবচেয়ে ভালো উপায় হল এই ব্লগ। শুধু তাই নয়, Ethereum এর কো-ফাউন্ডার Vitalik Buterin এর নিজস্ব মতামত, নতুন কোনো আইডিয়া সবকিছু জানা যাবে এখান থেকে।
5. Cardano
নতুন বছরে Cardano কে সবচেয়ে উন্নত ব্লকচেন প্ল্যাটফর্ম বলা হচ্ছে। এর রিসার্চ অ্যাপ্রোচ ভবিষ্যতে ক্রিপ্টো জগতে বিশাল ভাবে প্রভাব ফেলবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আপনি যদি Web3, blockchain সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে Cardanor blog ও Cardanor forum page গুলি অবশ্যই দেখতে পারেন।
6. Solana
বিশ্বের সবচেয়ে বিখ্যাত অল্টকয়েন হিসাবে বিখ্যাত Solana এর বিশেষ সুবিধা হল, কোনও কয়েনের হিসাবে নিজের পরিমাণ তুলনা করা যায়। Solana তাদের ট্যাগলাইন হিসাবে, " The sky's the limit. What will you launch?" ব্যবহার করে থাকে। ক্রিপ্টো জগতের ফাস্টেস্ট ব্লকচেন Solana এর দাবি, তাদের কাছে DeFi, NFTs, Web3 ইত্যাদি বিভিন্ন বিষয় 400-এরও বেশি প্রোজেক্ট রয়েছে। এইসকল বিষয়ে ভালো ভাবে জানতে হলে Solana এর ব্লগগুলি অবশ্যই দেখতে পারেন।
7. Podcast and Books
শুধু ওয়েবসাইট, ব্লগ বা ফ্যান ফোরামই নয় Crypto জগতে নিজেকে মেলে ধরতে হলে পরতে হবে এবিষয়ের বই, জানতে হবে পডকাস্ট। বই হিসাবে পড়তে পারেন- আন্দ্রেয়াস আন্তোপোলোস এর লেখা The Internet of money and Mastering Bitcoin, জ্যাক টাটা ও ক্রিস বার্নিস্কের লেখা Cryptoassets ইত্যাদি। Podcast এ প্যাট্রিক ও'সাংনেসির Invest Like The Best এবং লরা শিনের Unchained শুনতে পারেন।
এই সকল রিসোর্স গাইড ফলো করলে ক্রিপ্টোর বিষয়ে আপনি যেমন অনেক কিছু জানতে পারবেন, তেমনই আপনি ইনভেস্ট করার জন্য পাবেন কনফিডেন্স। Crypto Currency বুঝতে পারলে ইনভেস্ট করা অনেকটাই সহজ হয়ে যায় মানুষের জন্যে। তাই ইনভেস্ট করার আগে ভালো ভাবে এইবিষয় অবশ্যই জেনে নিন।