5G নেটওয়ার্ক এই সময়ে সব থেকে বেশি আলোচনায় আছে। আর এটি এর পূর্ববর্তী 4G র থেকে অনেক বেশি দ্রুত হবে। আর এখন মেন নেটওয়ার্ক পরিষেবা কোম্পানি গুলি বাজারে 5G পরিষেবা রোল আউট করেছে। আর নেটওয়ার্ক শুরু হওয়ার আগে ফোন কোম্পানি 5G গ্রাহকদের কথাও জানিয়েছে।
OOkla র 5G ম্যাপ অনুসারে সারা বিশ্বে 6490 টি জায়গায় 5G ডেপলয় করা হয়েছে আর এর মদহ্যে আমেরিকার কিছু জায়গা সহ মোট 106 টি অপারেটারের মাধ্যমে জানানো হয়েছে।
5G র জন্য 5G কানেকশান আর 5G ডিভাইস থাকার সঙ্গে আর ও একটি দরকারি জিনিস হল 5G প্ল্যান। মোবাইল নেটওয়ার্ক অপারেটাররা বাজারে এর মধ্যে 5G পরিষেবা রোল আউট করেছে আর এর সঙ্গে তারা একাধিক 5G প্ল্যান তাদের গ্রাহকদের জন্য এনেছে যার থেক গ্রাহকরা নিজেদের পছন্দ মতন প্ল্যান বাছতে পারবেন। আর এই একাধিক প্ল্যান গুলি আমাদের এই সময়ের 4G প্ল্যানের এক্সটেন্ডেড প্ল্যান।
আর যদি এই সময়ে বিশ্বের 5G কানেকশানের বিষয়ে বলতে হয় তবে চিন এই ক্ষেত্রে সবার থেকে এগিয়ে আছে। Xiaomi, Huawei, OPPO, Vivo, Honor,আর রিয়েলমির মতন স্মার্টফোন গুলি সব 5G নেটওয়ার্কের কথা ঘোষনা করেছে আর তা রোল আউটও করা হয়েছে। হুয়াওয়ে জানিয়েছে যে তারা 6.9 মিলিয়ান 5G ডিভাইস বিক্রি করেছে আর এর সঙ্গে 300 ডলারের কম দামের ফোন নেই, তবে এই পরিসংখ্যান কতটা ঠিক সেই বিষয়ে সন্দেহ থেকেই যায়। কারন এই ধরনের কোন সঠিক তথ্য এখনও পর্যন্ত পাওয়া জায়নি।
আরও বেশি সংখ্যায় 5G ফোন বিক্রির জন্য শাওমি Redmi K30 5G ফোনের গ্রাহকদের জন্য স্পেশাল 5G প্ল্যানের কথা জানিয়েছে। এই মোবাইল প্ল্যানে কিছু 4G প্ল্যানের মতন। অবাক হচ্ছেন ভাবছেন যে শাওমি নিজেদের ফোনের জন্য কি করে প্ল্যান আনল? এর কারন এই যে শাওমির কাছে একটি ভার্চুইয়াল অপারেটার বা ভার্চুয়াল কেরিয়ার আছে যা ইউনিকম নির্ভর, যা আবার চিনের প্রধান তিনটি অপারেটারের একটি।
¥49 (~$7.10) প্ল্যানে আপনারা 20GB র ডাটা পাবেন যা 50 মিনিটের টকটাইম দেবে।
¥69 (~$10) প্ল্যানে আপনারা 30Gb ডাটা 100 মিনিটের জন্য পাবেন।
আর ¥99 (~$14.35) প্ল্যানে আপনারা 40GB ডাটা পাচ্ছেন 200 মিনিটের টক টাইমের জন্য।
তবে এখন অন্য কোন স্মার্টফোন কোম্পানি তাদের 5G মোবাইল প্ল্যান আনেনি। শাওমির ডাটা প্ল্যানের বেশি বিক্রি হলে তাদের ফোন বেশি বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। আর তা হলে বাজারে 5G র প্রতিযোগিতা আরও বাড়বে বলে মনে হয়। আর এর মধ্যে এও জানা গছে যে শাওমি তাদের আরও কিছু ফোনের 5G ভেরিয়েন্ট আনবে।
আমেরিকাতে T-Mobile, Verizon, AT & T আর Sprint দেশে 5G রোল আউট করা শুরু করেছে, তবে এই পরিষেবা শুধু কিছু জায়গাতেই পাওয়া যাবে। আর এই প্ল্যান সব নেটওয়ার্ক অপারেটারের সঙ্গে বদলাবে আর এক্সট্রা সুবিধা আর প্যাক করার জন্য নেটওয়ার্কের তালিকা একবার দেখে নেওয়া ভাএল।
এবার যদি আমরা UK র দিকে তাকাই তবে দেখা যাবে যে এখাএন ভোডাফোন আর থ্রি 5G পরিষেবা শুরু করেছে। EE সবার আগে UK তে তাদের 5G পরিষেবা লঞ্চ করেছিল, আর ভোডাফোন আর থ্রির আগে কোম্পানি তা করেছিল।
সুইজারল্যান্ডে ইউরোপের 5G বিষয়ক উৎসাহী বাজারের মধ্যে অন্যতম। দেশের প্রধান টেলিকম অপারেটারের মধ্যে একটি সিকস্মাএর কাছে দেশের 90% 5G কভারেজ আছে। এছাড়া এখানে অন্য বড় টেলিকম অপারেটার হল সানরাইজ আর স্লট তবে এদের 5G পরিষেবা এখনও শুরু না হলে তা তাড়াতাড়ি শুরু হবে বলে মনে হয়।
স্পেনে ভোডাফোন একমাত্র অপারেটের যারা হুয়াওয়ের সঙ্গে 15 টির মতন প্রধান শহরে 5G পরিষেবা শুরু করেছে। নেটওয়ার্ক অপারেটারের কাছে আছে 5G প্ল্যান।
চিনে যেমন সব থেকে বেশি 5G ফোন এসেছে ঠিক তেমনি এই সব বাকি দেশে এর মধ্যে 5G পরিষেবা শুরু করা হয়েছে। আর এসবের মধ্যেও এখন 5G সার্বিক ভাবে আসার ক্ষেত্রে চিনই প্রধান ভূমিকা পালন করতে চলেছে বলে মনে হয়।