কম্পিউটারে ছবি এডিট করার জন্য Free Editing Tools খুঁজছেন? দেখুন সেরা 5 কোনগুলো?
কেবল ফোনে নয়, অনেকেই কম্পিউটার বা ল্যাপটপে ছবি এডিট করে থাকেন
ছবি এডিট করার জন্য এমন একাধিক ফ্রি এডিটিং টুলস আছে যার সাহায্যে ছবিকে একদম প্রফেশনাল লুক দেওয়া যায়
এই সেরা ফ্রি ফটো এডিটিং টুলস লিস্টে রাখুন বিফাঙ্কি, পিক্সেলার, ইত্যাদিকে
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার জন্য ছবি এডিটিং মাস্ট। সে নিজের ছবি হোক বা কোথাও বেড়াতে গিয়েছেন সেটার ছবি বা কোনও অনুষ্ঠানের ছবি। এছাড়া কাজের জন্য ছবি এডিট করতে হয়। ফোনে ছবি এডিট করার জন্য একাধিক অ্যাপ থাকলেও কম্পিউটার বা ল্যাপটপে ছবি এডিট কীভাবে বা কীসে করা যায় জানেন না? এখানে আপনি একাধিক ফ্রি ফটো এডিটিং টুলস পেয়ে যাবেন। এই টুলসের সাহায্যে আপনি আপনার প্রয়োজন এবং সুবিধা মতো ছবিকে এডিট করতে পারবেন। দিতে পারবেন একদম প্রফেশনাল লুক। তাহলে দেখে নিন সেরা 5 ফ্রি ফটো এডিটিং টুল কোনগুলো।
Photo Director Essential
আপনি প্রফেশনাল ফটো এডিটর হন বা বিগিনার, দুজনের জন্যই দারুন উপকারী এই টুল। এটা ব্যবহারকারীরা বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। এখানে আছে AI পাওয়ার্ড স্কাই রিমুভালের সুবিধা। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে থাকা অবাঞ্ছিত জিনিস সরিয়ে ফেলা যায় সহজেই। এছাড়া অ্যানিমেশনের সুবিধা মেলে, সঙ্গে রিসাইজ, ইত্যাদির। লেয়ার এডিটিংয়ের সুবিধাও উপলব্ধ আছে এখানে। ফলে এই টুলের সাহায্যে আপনি একেবারে স্টুডিও কোয়ালিটির ছবি এডিট করতে পারবেন।
Fotor
আপনি যদি নতুন নতুন ফটো এডিটিং শুরু করে থাকেন তাহলে এই টুল আপনাকে ভীষণই সাহায্য করবে। এখানে আপনি পেয়ে যাবেন র ফাইল কনভার্ট করার সুবিধা সহ ছবির স্কিন রিটাচ করার অপশন। এছাড়া ব্যাচ প্রসেসিং, ব্যাকগ্রাউন্ড বা অবাঞ্ছিত জিনিস ব্লার করে দেওয়ার সুবিধা। একই সঙ্গে কালার অ্যাডজাস্ট করার সুবিধাও মিলবে এখানে।
BeFunky
সহজ, সাধারণ, চটজলদি এডিট করতে চাইলে এই টুলের মতো ভালো টুল আর দ্বিতীয় পাবেন না। এখানে আপনি কোলাজ বানাতে পারবেন, সঙ্গে গ্রাফিক ডিজাইন করার সুবিধা তো আনকোরা ফিল্টারের অপশনও আছে। এছাড়া 1 মিলিয়নের বেশি ফ্রি স্টক ইমেজ পেয়ে যাবেন এখানে।
InPixio Photo Studio
এখানে ব্যবহারকারীরা বিনামূল্যে AI স্কাই এবং ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারবেন। সঙ্গে কোনও জিনিস যদি ছবি থেকে সরাতে চান বা একটা নিখুঁত ফ্রেম পেতে চান সেটাও পেতে পারবেন এখানে। 100 টির বেশি সুন্দর ডিজাইনের ফ্রেম উপলব্ধ আছে এখানে। সঙ্গে পাবেন ফিল্টার সহ টেক্সচার ঠিক করার সুবিধা। এখানে অটোমেটিক মোডের সঙ্গে ম্যানুয়াল মোড উপলব্ধ আছে। আপনি আপনার প্রয়োজন মতো এটিকে ব্যবহার করতে পারবেন।
Pixlr
এটিও প্রথম প্রথম যাঁরা ছবি এডিট করছেন তাঁদের শেখার বা বোঝার জন্য খুব সহজ একটি অ্যাপ। এখানে ছবি কোলাজ করা থেকে রিসাইজ করা, ব্যাকগ্রাউন্ডের রঙ বদলানো সহ নানা সুবিধা পাওয়া যায়। ডিজাইন টেমপ্লেট রয়েছে, আছে ফিল্টার এবং এফেক্টের সুবিধা যা ছবিকে আলাদা মাত্রা এনে দেবে। সঙ্গে স্কিন রিটাচের অপশন মিলবে এখানে। লেয়ার্ড এডিটিংয়ের অপশন রয়েছে। তবে এখন এখানে বিনামূল্যে রোজ দুটির বেশি ছবি এডিট করতে দেওয়া হয় না।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile