তেলের ঝামেলা থেকে বাঁচতে, দেখুন 36000 টাকা থেকে শুরু এই 5 সেরা ই-স্কুটার
Ola কোম্পানি বর্তমানে দুটি ইলেকট্রিক স্কুটার মার্কেটে লঞ্চ করেছে।
Simple One স্কুটারটি একবার চার্জে Eco মোডে 203 কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
Komaki তিনধরনের ব্যাটারি ভ্যারিয়েন্টে তাদের ইলেকট্রিক স্কুটারগুলি লঞ্চ করেছে।
Russia-Ukraine যুদ্ধ পরিস্থিতি, Covid-19 প্যান্ডেমিক ইত্যাদি বিভিন্ন কারণে ভারতে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া দাম সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলছে৷ এমন অবস্থায় দেশের নাগরিক, ইলেকট্রিক গাড়ির প্রতি বেশি আগ্রহ দেখাতে শুরু করেছে। ইলেকট্রিক গাড়ির চাহিদা দেখে ছোট-বড় বিভিন্ন কোম্পানি লঞ্চ করছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটার-বাইক। আপনিও যদি নতুন ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন, তাহলে ভারতীয় মার্কেটে থাকা এই 5 টি সেরা ইলেকট্রিক স্কুটার দেখে নিতে পারেন-
Ola S1
Ola কোম্পানি বর্তমানে দুটি ইলেকট্রিক স্কুটার মার্কেটে লঞ্চ করেছে। দিল্লির এক্স শোরুমে Ola S1 ইলেকট্রিক স্কুটারটি পাওয়া যাচ্ছে 85,099 টাকায়। এর পাশাপাশি Ola S1 Pro স্কুটারটি সেল হচ্ছে প্রায় 1,10,149 টাকায়। Ola তাদের S1 ইলেকট্রিক স্কুটারে 2.98 Kwh ব্যাটারি ব্যবহার করছে, এর রেঞ্জ প্রায় 121 কিলোমিটার। অপরদিকে Ola S1 Pro স্কুটারটি 3.97 Kwh ব্যাটারির সাথে আসে, যার রেঞ্জ প্রায় 181 কিলোমিটার বলে জানা গেছে।
Simple One
Simple One ইলেকট্রিক স্কুটারে রয়েছে 4.8 Kwh পোর্টেবল ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, Simple One স্কুটারটি একবার চার্জে Eco মোডে 203 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এছাড়াও, ভারতীয় ড্রাইভ সাইকেল মোডে 236 কিলোমিটার পর্যন্ত যেতে পারে ইলেকট্রিক স্কুটারটি। ভারতীয় মার্কেটে Simple One স্কুটারটির দাম প্রায় 1.10 লাখ টাকা রাখা হয়েছে।
Eeve Soul
ভারতে Eeve Soul ইলেকট্রিক স্কুটারটি এক্স শোরুমে প্রায় 1.39 লাখ টাকা দামে সেল হচ্ছে। ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে অ্যান্টি থেফট লক সিস্টেম, GPS নেভিগেশন, USB পোর্ট, সেন্ট্রাল ব্রেকিং সিস্টেম, Jio ট্যাগিং এবং রিভার্স মোড। কোম্পানির দাবি অনুযায়ী, Eeve Soul স্কুটারটি একবার চার্জে চলবে প্রায় 120 কিলোমিটার।
Bounce Infinity
সম্প্রতি Infinity ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে Bounce Infinity। ইলেকট্রিক স্কুটারটি ব্যাটারি এবং চার্জার সহ ভারতীয় মার্কেটে 68,999 টাকা দামে সেল হচ্ছে। গ্রাহকরা ব্যাটারি ছাড়া Bounce Infinity স্কুটারটি পেয়ে যাবেন মাত্র 36,000 টাকায়। রিপোর্ট অনুযায়ী, Bounce Infinity ইলেকট্রিক স্কুটার একবার চার্জে 85 কিলোমিটার রেঞ্জ প্রোভাইড করবে।
Komaki TN95
Komaki তিনধরনের ব্যাটারি ভ্যারিয়েন্টে তাদের ইলেকট্রিক স্কুটারগুলি লঞ্চ করেছে। কোম্পানি এই তিনটি ভ্যারিয়েন্টের নাম দিয়েছে TN95, SE এবং MS। Komaki এর TN95 ইলেকট্রিক স্কুটারটি পাওয়া যাবে 98,000 টাকায়। সেখানে, Komaki SE ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় 96,000 টাকা এবং Komaki MS ইলেকট্রিক স্কুটারের দাম প্রায় 99,000 টাকা রাখা হয়েছে। ইলেকট্রিক স্কুটারগুলি একবার চার্জ দিলে, 100 থেকে 150 কিলোমিটার রেঞ্জ প্রোভাইড করতে পারবে বলে জানা গেছে।