এই সংস্থার তরফে অন্যান্য একাধিক প্রোডাক্ট অফার করা হয়ে থাকে, যেমন ফ্রিজ
সেরা 5 Amazon Basics -এর ফ্রিজের হদিস দেখুন, তালিকায় রাখুন Amazon Basics 195 L 2 Star Direct Cool single door fridge
ভারতের অন্যতম নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য E-commerce সাইট হল Amazon। এই সংস্থার তরফে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। এখন কেবল E-commerce সার্ভিস নয়। এই সংস্থার তরফে একাধিক প্রোডাক্ট অফার করা হয়ে থাকে গ্রাহকদের। দেখুন Amazon Basics -এর সেরা 5 রেফ্রিজারেটরের খোঁজ। জানুন তাদের দাম সহ ফিচার। কেনার আগে অবশ্যই এই প্রতিবেদন থেকে জেনে নিন ফ্রিজগুলোর ফিচার, থেকে সুবিধা, অসুবিধা, রেটিং, ইত্যাদি।
Amazon Basics 195L 2 Star Direct Cool Single Door Fridge
ব্যাচেলর বা ছোট পরিবারের জন্য একেবারে আদর্শ এই ফ্রিজ। এখানে একাধিক দারুন ফিচার আছে যেমন দ্রুত আইসিং টেকনোলজি, PUF ইন্সুলেশন, ইত্যাদি। এছাড়া এখানে আছে পাওয়ারফুল কম্প্রেসার সহ স্টেবিলাইজার ফ্রি অপারেশন, কম এনার্জি কনজিউম করে। তবে এতে ম্যানুয়ালি ডিফ্রস্ট করতে হয়।
Amazon Basics 215L 2 Star Direct Cool Single Door Fridge
এই ফ্রিজেও আগেরটির মতো সব সুবিধা পাবেন, শুধু সাইজে এবং ধারণ ক্ষমতায় একটু বড়। এখানেও গ্রাহকরা ফাস্ট আইসিং টেকনোলজি সহ BPA ফ্রি গ্যাসকেট, PUF ইন্সুলেশন, পাওয়ারফুল কম্প্রেসার পেয়ে যাবেন। সঙ্গে আছে স্টেবিলাইজার ফ্রি অপারেশন। এখানেও ম্যানুয়ালি ডিফ্রস্ট করতে হয়।
Amazon Basics 305L 3 Star Frost Free Double Door Fridge
মিডিয়াম সাইজের পরিবারের জন্য এই ফ্রিজ ভীষণই উপযোগী। যাঁরা এনার্জি বাঁচাতে চান তাঁরা নির্দ্বিধায় এই ফ্রিজ বেছে নিতে পারেন, এটা ভীষণই এনার্জি এফিশিয়েন্ট। ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধকে দূরে রাখে এই ফ্রিজ, যার ফলে আপনার খাবার থাকে পরিষ্কার এবং স্বাস্থ্যকর। এছাড়া এই ফ্রিজের সাহায্যে ইউনিফর্ম ঠান্ডা মেলে। এখানে আছে হিউমিডিটি কন্ট্রোলড ভেজিটেবল ক্রিসপার। এটির দাম 48,179 টাকা। কিন্তু এখন এটি 25,490 টাকায় কেনা যাচ্ছে।
Amazon Basics 468L Side by Side Automatic Defrost Fridge
এই ফ্রিজে অটোমেটিক পদ্ধতিতে ডিফ্রস্ট হয়ে যাবে। এক ফ্রিজের বাঁদিকে আছে ফ্রিজার আর ডানদিকে আছে নরমাল বা রেগুলার ফ্রিজ। এখানে অনেকটা জায়গা আছে। ফলে প্রচুর জিনিস রাখার জায়গা আছে। একটি বড় পরিবারের জন্য এটা ভীষণই আদর্শ। এখানে গ্রাহকরা পাবেন মাল্টি এয়ারফ্লো সিস্টেম, কুইক ফ্রিজ ফিচার সহ টেম্পারেচার কন্ট্রোলের সুবিধা। এটার আসল দাম 69,999 টাকা। কিন্তু এখন এটি মাত্র 42,290 টাকায় কেনা যাবে।
Amazon Basics 564L Frost Free Side by Side Fridge with Water Dispenser
এখানে ওয়াটার ডিসপেনসার আছে। এখানেও বাঁদিকে আছে ফ্রিজার আর ডানদিকে আছে রেগুলার ফ্রিজ যেখানে আপনি খাবার স্টোর করে রাখতে পারবেন। এখানে অটোমেটিক ডিফ্রস্ট সিস্টেম আছে। সঙ্গে এখানে মাল্টি এয়ারফ্লো সিস্টেম সহ LED ডিসপ্লে প্যানেল আছে। এটির আসল দাম 74,999 টাকা। কিন্তু এখন Amazon -এ এটি মাত্র 49,490 টাকায় কেনা যাচ্ছে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.