অভিনেতা Anirban Bhattacharya এর পরিচালক হিসেবে প্রথম কাজ 'মন্দার'।
Sankha Dasgupta এর Boli একটি ক্রাইম-ড্রামা সিরিজ।
Ladies and Gentlemen বাংলাদেশের একটি বিখ্যাত ড্রামা সিরিজ।
গত কয়েক বছরে ভারতীয় দর্শকদের মধ্যে OTT প্ল্যাটফর্মের চাহিদা বিপুল ভাবে বৃদ্ধি পেয়েছে। OTT সিনেমা-সিরিজের প্রতি ভালোবাসা বাঙালি দর্শকদের মধ্যেও কম নয়। বাঙালি দর্শকদের মন জয় করতে বাংলার পরিচালক-অভিনেতারাও একের পর দারুন ওয়েব সিরিজ এবং সিনেমা নিয়ে এসেছেন গত কয়েক বছরে। এই মুহূর্তে বাংলার এই 10 টি সেরা ওয়েব সিরিজ সকলের মন জয় করে নিয়েছে। উইকএন্ডে আপনার binge-watch লিস্টে নতুন সিরিজ যোগ করার কথা ভাবলে দেখে নিতে পারেন এই সিরিজগুলি-
Byomkesh (ব্যোমকেশ)
Sharadindu Bandyopadhyay Bandyopadhyay এর লেখা 'Magna Mainak' গল্পের উপর তৈরী ব্যোমকেশ সিরিজের ষষ্ঠ সিজিনে ব্যোমকেশ রূপে দেখা যাবে Abir Bhattacharya কে। Soumik Halder এর পরিচালনায় তৈরী ব্যোমকেশ সিরিজের এই সিজনে Anirban এর পাশাপাশি অভিনয় করেছেন Ridhima Ghosh, Darshana Banik, Debshankar Halder এবং আরও অনেক বাংলা ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা
Eken Babu (একেন বাবু)
Sujan Dasgupta এর লেখা 'Eken Babu' গল্পকে নিয়ে সিরিজটি তৈরী করা হয়েছে। ডিটেকটিভ স্টোরির এই সিরিজে একেন বাবুকে দেখতে বাঙালির প্রিয় জটায়ুর মতো তবে কাজে কর্মে একদম ফেলুদা। শান্ত প্রকৃতির একেন বাবুর বুদ্ধি আচ্ছা আচ্ছা গোয়েন্দাদের হার মানাবে।
Mandaar (মন্দার)
অভিনেতা Anirban Bhattacharya এর পরিচালক হিসেবে প্রথম কাজ 'মন্দার' দর্শকদের মধ্যে বিশাল উত্তেজনা সৃষ্টি করেছিল। William Shakespeare এর লেখা 'Macbeth' গল্পের অনুসরণে তৈরী এই সিরিজে গেইলপুরের মানুষদের মধ্যে রাজনীতি, হিংসা, খুন, প্রতিহিংসা ইত্যাদি সব কিছুকে সুন্দর ভাবে দেখানো হয়েছে। Debasish Mondal এবং Sohini Sarkar এর অসাধারণ অভিনয় সিরিজটিকে আরও স্পেশাল করে তুলেছে।
Birohi (বিরহী)
Pradipta Bhattacharya এর মিনি সিরিজ Birohi, Krishna Halder নামে একজন স্কুল টিচারের বিরহী নামের এক গ্রামে চাকরি পাওয়ার পর, সেখানকার বিভিন্ন ঘটনা কে নিয়ে তৈরী। এটি একটি কমেডি-ড্রামা সিরিজ। Srabonti Bhattacharya, Sayan Ghosh, Satakshi Nandy এই সিরিজে অভিনয় করেছেন।
Boli (বলি)
Sankha Dasgupta এর Boli একটি ক্রাইম-ড্রামা সিরিজ। একটি আইনহীন জায়গা chedadiya তে শক্তিশালি Sohrab এর মুখোমুখি হন ভুল করে সেই জায়গায় চলে আসা অচেনা ব্যক্তি Rustom।
Mahanagar (মহানগর)
মহানগর একটি বাংলাদেশি ড্রামা সিরিজ। Ashfaque Nipun এর বানানো এই সিরিজে ঢাকার কোটয়ালি পুলিশ স্টেশনের অফিসার ইন চার্জ(OC) Harun হিসাবে অভিনয় করেছেন Mosharraf Karim। ক্রাইম-ড্রামা-পলিটিক্স সবকিছু মিলিয়ে এক পুলিশ স্টেশানের অসাধারণ গল্প দেখা যাবে এই সিরিজে। অফিসার harun কীভবে সমস্যাগুলি সমাধান করবে তা দেখা যাবে এই সিরিজে।
Murder In The Hills (মাআর্ডার ইন দ্য হিলস)
মিস্ট্রি-থ্রিলার সিরিজ Murder in the Hills-এ বিখ্যাত মুভি স্টার এর সাধারণ মৃত্যু থেকে গল্পের শুরু হয়। পরবর্তীকালে অনেক অজানা তথ্য সামনে আসে। এখানে মুভি স্টার হিসেবে অভিনয় করেছেন Anjan Dutta। এছাড়াও সিরিজটিতে Arjun Chakrabarty এবং Anindita Bose কে অভিনয় করতে দেখা যাবে
Unloukik (ঊনলৌকিক)
এটি একটি অ্যান্থেলজি সিরিজ। Mahim Masum, Sohel Mondol, Mostafa Monwar এই সিরিজে অভিনয় করেছেন। ক্রাইম, মেন্টাল হেলথ, মৃত্যু ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে সিরিজটি একটি psychoanalytic জার্নির মধ্যে দিয়ে গেছে।
R.E.K.K.A (রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি)
R.E.K.K.A একটি ক্রাইম-থ্রিলার সিরিজ। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি নামের একটি রেস্টুরেন্টের গল্পকে ঘিরে তৈরী হয়েছে সিরিজটি। Rahul Bose, Anirban Bhattacharya, Richard Bhakti Klein কে এই সিরিজে দেখা যাবে।
Ladies and Gentlemen (লেডিস অ্যান্ড জেন্টেলম্যান)
Ladies and Gentlemen বাংলাদেশের একটি বিখ্যাত ড্রামা সিরিজ। Mostofa Sarwar Farooki এর লেখা এবং পরিচালনায় তৈরী 8 এপিসোডের এই সিরিজটি Sabila নামের একজন সাধারণ মেয়ের গল্প নিয়ে তৈরী। মহিলা এবং পুরুষদের মধ্যেকার কমপ্লেক্সান এই সিরিজে ফুটে উঠেছে। সিরিজটিতে Tasnia Farin প্রধান চরিত্র Sabila এর অভিনয় করেছেন। এছাড়াও সিরিজটিতে রয়েছেন Afzal Hossain, Hasan Masood, Chanchal Chowdhury এর মতো বিখ্যাত অভিনেতারা।