সামনেই মহালয়া। বাড়ির সবাই মিলে ভোরে মহালয়া শোনার প্ল্যান করছেন কি? অনেকদিন ধরে ভাবছেন যে নতুন স্পিকারের কিনবেন, কিন্তুন কেনা হয়ে উঠছে না বাজেটের জন্য? এমন অবস্থা যদি আপনারও হয় তবে আজ আমরা নিয়ে এসেছি কয়েকটি বাজেট ফ্রেন্ডলি দুর্দান্ত Bluetooth স্পিকারের খোঁজ।
আজকাল সাউন্ডবার বা স্পিকার পছন্দের গ্যাজেটের সঙ্গে সঙ্গে ঘর সাজানোরও প্রিয় জিনিস হয়ে উঠেছে। আজ আমরা আপনাকে সন্ধান দিতে চলেছি মাত্র 1,000 টাকা বাজেটের মধ্যে কয়েকটি সেরা স্পিকারের। আসুন দেখে নেওয়া যাক…
এই সাউন্ডবার কেনা যাবে 999 টাকা দিয়ে। এই সাউন্ডবারের মার্কেটে দাম 1,999 টাকা। অ্যামাজনে পাওয়া যাচ্ছে 1000 টাকার ছাড়। এই 10W সাউন্ডবারে পাওয়া যাবে Bluetooth ও ইউএসবি কানেক্টিভিটি সাপোর্ট। সঙ্গে মিলবে মাইক্রো এসডি কার্ড ইনপুটের সুবিধা। এই স্পিকার চলবে স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসে।পছন্দ হলে কিনতে পারেন অ্যামাজন থেকে বিশেষ ছাড়ে।
এই স্পিকার কেনা যাবে 599 টাকা দিয়ে। জেব্রনিক্স ব্র্যান্ডের এই স্পিকারের আসল দাম 999 টাকা। অ্যামাজন দিচ্ছে 400 টাকার ডিসকাউন্ট। এই স্পিকারে মিলবে বিল্ট ইন এফএম রেডিও ফিচার। স্পিকারে পাওয়া যাবে Bluetooth কানেক্টিভিটি ফিচার। সেইসঙ্গে মিলবে কল ফাংশানের সুবিধা। পাওয়া যাবে ব্ল্যাক কালার অপশনে। পছন্দ হলে কিনতে পারেন অ্যামাজন থেকে বিশেষ ছাড়ে।
এই ওয়্যারলেস স্পিকার কেনা যাবে 899 টাকা দিয়ে। তবে মার্কেটে এই স্পিকারের দাম 2,490 টাকা। অ্যামাজন দেবে 1,591 টাকার ছাড়। এই স্পিকার দেবে টানা 10 ঘন্টার ব্যাটারি লাইফ। পাওয়া যাবে স্টেরিও অডিও কোয়ালিটি। নীল ছাড়াও মিলবে ব্ল্যাক ও রেড কালার অপশনে। পছন্দ হলে কিনতে পারেন অ্যামাজন থেকে বিশেষ ছাড়ে।
এই আলট্রা প্রিমিয়াম স্পিকার কেনা যাবে 699 টাকা দিয়ে। এই ওয়্যারলেস স্পিকারের মার্কেটে দাম 2,499 টাকা। অ্যামাজনে পাওয়া যাচ্ছে 1,800 টাকার ছাড়। এই প্রিমিয়াম কোয়ালিটির স্পিকারে রয়েছে রিচ বাস টেকনোলজির সুবিধা। পাওয়া যাবে লাউড 360 হাই ডেফিনেশন সারাউন্ড সাউন্ড ফিচার। একবার চার্জে মিলবে টানা 10 ঘণ্টার ব্যাটারি লাইফ। IPX5 রেটিংসমেত এই স্পিকারে মিলবে ওয়াটারপ্রুফের সুবিধা। সেইসঙ্গে পাওয়া যাবে ডুয়াল পেয়ারিং টেকনোলজির ফিচার। পছন্দ হলে কিনতে পারেন অ্যামাজন থেকে বিশেষ ছাড়ে।
বোটের এই 5W স্পিকার কেনা যাবে মাত্র 899 টাকা দিয়ে।তবে এই ডিভাইসের আসল দাম 2,490টাকা। অ্যামাজনে পাওয়া যাচ্ছে 1,591 টাকার ছাড় এই Bluetooth স্পিকারে পাওয়া যাবে স্টেরিও অডিও কোয়ালিটি ফিচার। মিলবে ব্ল্যাক ছাড়াও মিলবে নীল ,রেড কালার অপশনে। পছন্দ হলে কিনতে পারেন অ্যামাজন থেকে বিশেষ ছাড়ে।
ওয়াটারপ্রুফ ফিচারসমেত এই পোর্টেবেল স্পিকার কেনা যাবে 799 টাকা দিয়ে। তবে এই ডিভাইসের মার্কেটে দাম 1,999 টাকা। অ্যামাজনে পাওয়া যাচ্ছে 1,200 টাকার ছাড়। এই ওয়্যারলেস স্পিকারে রয়েছে বিল্ট ইন মাইক্রোফোন ফিচার। পাওয়া যাবে স্টেরিও কোয়ালিটির অডিও। সাপোর্ট করবে স্মার্টফোন ও ট্যাবলেট কানেক্টিভিটি। পছন্দ হলে কিনতে পারেন অ্যামাজন থেকে বিশেষ ছাড়ে।