লকডাউনে কাছে পাবেন প্রিয়জন কে,এই ৫ ভিডিও কলিং অ্যাপগুলো ডাউনলোড করলেই

লকডাউনে কাছে পাবেন প্রিয়জন কে,এই ৫ ভিডিও কলিং অ্যাপগুলো ডাউনলোড করলেই
HIGHLIGHTS

মেসেজ পাঠানোর পাশাপাশি অডিও এবং ভিডিও কলও করা যায় মেসেঞ্জার দিয়ে

ই লকডাউনের বাজারে জুম অ্যাপটির কদর বেড়েছে হু হু করে

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর অন্যতম

করোনা মহামারীতে রীতিমত কাপছে পুরো দুনিয়া। করোনার জন্ন পুরো দেশে লকডাউন ঘোষিত করা হয়। এই লকডাউনে সবাই বাড়িতে বন্ধ। সবাই সবার থেকে দুরে। কিন্তু আপনি ইচ্চা করলেই আপনার প্রিয় মানুষটার কাছে যেতে পারেন।  আপনি ভাবছেন কি ভাবে?

খুবই সহজে। মোবাইলে মাএ কয়েকটি অ্যাপ ডাউনলোড করে নিয়ে আপনি আপনার কাছের মানুষ এর কাছে পৌছে যাবেন। ব্যাস সমস্ত সমস্যার সমাধান ৷ এই মুহূর্তে কয়েকটি ভিডিও কলিং অ্যাপ দারুণ চলছে বাজারে ৷ এই কলিং অ্যাপগুলিতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে চুটিয়ে গল্প করুন ৷

১. হোয়াটসঅ্যাপ

প্রথমে বলতে হয় কি হোয়াটসঅ্যাপ কথা। ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর অন্যতম। মেসেজ পাঠানোর পাশাপাশি অডিও এবং ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এটির সবচেয়ে বড় গুণ হলো ব্যবহারের সহজবোধ্যতা। ফলে যোগাযোগ করা দুজন মানুষ ছাড়া হোয়াটসঅ্যাপে পাঠানো কোনো বার্তা আর কেউ দেখতে পায় না।

২. জুম অ্যাপের

এই লকডাউনের বাজারে জুম অ্যাপটির কদর বেড়েছে হু হু করে ৷ তার প্রথম কারণ অবশ্যই এই কলিং অ্যাপটিতে বহু মানুষের সঙ্গে একসঙ্গে কথা বলা যায় ৷ ফলে অফিসের কনফারেন্স কল, স্কুলের অনলাইন ক্লাস…সবটাই হচ্ছে জুমের মাধ্যমে ৷

৩. ফেসবুক মেসেঞ্জার

মেসেজ পাঠানোর পাশাপাশি অডিও এবং ভিডিও কলও করা যায় মেসেঞ্জার দিয়ে। মেসেঞ্জার ব্যবহার করেন না এমন স্মার্টফোন ব্যবহারকারি কেউ নেই।

৪. হ্যাং আউট

এছাড়াও রয়েছে হ্যাং আউট ৷ জিমেইল-এর এই অ্যাপটিতেও করতে পারেন ভিডিও কল ৷ গুগলের সিক্যুরিটির সঙ্গে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন ৷

৫. স্কাইপি

এক সময় স্কাইপির জনপ্রিয়তা ছিলো খুব। কিন্তু অন্যান্য অ্যাপের ক্রমবর্ধমান উন্নতিতে মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপির জনপ্রিয়তা এখন একটু কম। তারপরও অফিসিয়াল কার্যক্রমের জন্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমে হিসেবে স্কাইপি দুর্দান্ত এক অ্যাপ। মেসেজ পাঠানোর পাশাপাশি অডিও-ভিডিও কল এবং ডকুমেন্ট পাঠানোর জন্য স্কাইপি ব্যাবহার করতে পারেন নিশ্চিন্তে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo