দীপাবলি (Diwali) এসেই গেল। গোটা দেশ ভেসে যাবে আলোর রোশনাইয়ে। বাজি শব্দ, ঝলকানি, প্রদীপের সাজ, টুনি বালবের আলোয় সাজবে দেশের প্রতিটা অলিগলি। প্রিয়জনের সঙ্গে সকলেই এই সময় আনন্দ উৎসবে সামিল হবেন। আর এই বিশেষ মুহূর্তগুলো ধরে রাখার জন্য ছবি তোলা চাই চাই। কিন্তু শুধু ছবি তুললেই হবে নাকি? সেটাকে পোস্ট করতে হবে তো। কিন্তু সাধারণ ছবিকে আরও একটু বিশেষ করে তুলতে কে না চায়! সোশ্যাল মিডিয়া, মূলত Facebook, Instagram এ ছবি পোস্ট করার আগে একটু এডিট করে নিলে ব্যাপারটা মন্দ হয় না। কিন্তু ভাবছেন কোন অ্যাপ দিয়ে এডিট করবেন? দেখুন।
20 লাখের বেশি এফেক্ট পাবেন এতে তাও বিনামূল্যে! একদমই তাই কোনও অর্থ ব্যয় না করেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে। বিভিন্ন ফিল্টার ব্যবহার করা যাবে এই অ্যাপে। একাধিক সাইজের প্রিসেট পাবেন এই অ্যাপটিতে। অটো অ্যাডজাস্ট হবে কালার তাও একটি ক্লিকে। এই অ্যাপটিতে আরও একাধিক এডিটিং টুল পাবেন ব্যবহারকারীরা।
এই অ্যাপটিকে আপনি বিনামূল্যে ডাউনলোড এবং ব্যবহার করতে পারবেন। এটি যতগুলো মোবাইলে ফটো এডিটিং অ্যাপ আছে তার অন্যতম। এই অ্যাপে ব্যবহারকারীরা ছবি ফ্লিপ করতে পারবেন, ক্রপ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশন পাবেন এই অ্যাপে। ছবিতে কিছু লিখতে চাইলে সেটাও সম্ভব এই অ্যাপে।
এটিও বিনামূল্যে ডাউনলোড করা যায়। ছবি এডিট করে তাকে একদম নতুন লুক দিতে এই অ্যাপ দারুন সাহায্য করে। আপনি এই অ্যাপে ছবি এডিট করার পর সেটা এখান থেকেই সোজাসুজি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন।
এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা একদম প্রো লেভেলে এডিটিং করতে পারবেন। মোবাইলেই ছবি এডিট করা যাবে এই অ্যাপ দিয়ে। গোটা ছবির বদলে যদি ছবির একটি নির্দিষ্ট অংশ এডিট করতে চান সেটাও সম্ভব এই ছবির ক্ষেত্রে। দীপাবলি মানেই ধোঁয়া, বাজির হোক বা ধূপ ধুনোর। সেটাও এই এডিটিং অ্যাপ দিয়ে ঠিক করা যাবে।
এখানে ব্যবহারকারীরা বিনামূল্যে মোট 29টি এডিটিং টুল পাবনে। এই অ্যাপের সাহায্যে হাই কোয়ালিটির ছবি এডিট করা সম্ভব। এখানেও ব্যবহারকারীরা একটি ছবির নির্দিষ্ট অংশ এডিট করতে পারেন।