Motorola Edge 40 Neo গ্লোবাল মার্কেটে আসার পর এবার ভারতীয় বাজারে এন্ট্রি নিতে চলেছে। আপকামিং ফোনটি 21 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হবে। বাজারে আসার আগেই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সামনে এসে গিয়েছে। তবে একটি নতুন লিকে Motorola Edge 40 Neo ফোনের ভারতীয় দামও প্রকাশ করা হয়েছে।
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা একটি টুইটে জানিয়েছেন, মটোরোলা এজ 40 নিও ভারতে 25,000 টাকার বাজেটে লঞ্চ হতে পারে। তবে লিক খবরে ফোনটি এই দামে কোন ভ্যারিয়্যান্টে আসবে সেই সম্পর্কে কিছু বলা হয়েনি। আশা করা হচ্ছে যে Upcoming Motorola Edge 40 Neo ফোনটি 8GB RAM সহ 128GB স্টোরেজ মডেলটি এই দামে আসতে পারে।
https://twitter.com/stufflistings/status/1702272323695587515?ref_src=twsrc%5Etfw
তবে কোম্পানির তরফে এখনও পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করা হয়েনি। Motorola Edge 40 Neo ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে। টিপস্টার এর পোস্ট অনুযায়ী, আপকামিং ফোনটি ক্যানেল বে, সুথিং সি এবং ব্ল্যাক বিউটি কালার অপশনে আসবে। Moto Edge 40 Neo ফোনটি ভারতে 21 সেপ্টেম্বর দুপুর 12টায় আসবে।
Motorola Edge 40 Neo ফোনটি ভারতে আসার আগেই ইউরোপ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে।
ফিচারের কথা বললে, আপকামিং ফোনটি 6.55-ইঞ্চি pOLED ডিসপ্লে রয়েছে। এর রিফ্রেশ রেট 144Hz সাপোর্ট দেওয়া।
https://twitter.com/motorolaindia/status/1703686891068113171?ref_src=twsrc%5Etfw
ফোনে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7030 চিপসেটে দেওয়া। ফোনটি Android 13 অপারেটিং সিস্টামে কাজ করবে।
ফটোগ্রাফির জন্য় এই ফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট সহ আসবে। ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য় এতে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকছে।
পাওয়ার ব্যাকআপের জন্য, 5000mAh ব্যাটারি অফার করা হচ্ছে আপকামিং ফোনে। এটি 68W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। কোম্পানির মতে, এটি মাত্র 15 মিনিটে 50% পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারে।